একাই ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চলেছে উত্তরপ্রদেশ, কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন যোগী ?
গত ৭০ বছরে যা কেও করতে পারেনি
তা মাত্র ৬ বছরে করে দেখালেন
যোগী আদিত্যনাথ
একাই ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি
হতে চলেছে উত্তরপ্রদেশ
খুব শীগ্রই অর্থনীতির দিক থেকে
পাকিস্তানকে টেক্কা দেবে উত্তরপ্রদেশ
ব্যাবসা থেকে শিল্প সবেতেই
দিনের পর দিন মালামাল হয়ে উঠছে ইউপি
গত ৬ বছরে এমন কি কি সিদ্ধান্ত
নিয়েছেন যোগী আদিত্যনাথ
যেকারনে আজ অসম্ভবও হয়ে উঠেছে সম্ভব ?
একসময় জঙ্গলরাজ, গরীব রাজ্য হিসেবে উত্তরপ্রদেশকে চিনত গোটা দেশ। কিন্তু সেই উত্তরপ্রদেশই বদলে গেছে মাত্র ৬ বছরের মাথায়। এখন উত্তরপ্রদেশকে দেখলে চিনতেই পারবেন না। এই মুহূর্তে উত্তরপ্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য, যেখানে রয়েছে ১৩টি বিলাসবহুল এক্সপ্রেসওয়ে। উত্তর প্রদেশে ৩৩ লক্ষ কোটির বিনিয়োগ হচ্ছে। উত্তরপরদেশে এখন আর মাফিয়াদের বিরুদ্ধে এসআইআর হয় না। এখন হয় সোজা এনকাউণ্টার। এক নিশানায় সোজা পরপার। যে উত্তরপ্রদেশকে একটা সময় বলা হত জঙ্গলরাজ, আজ সেই উত্তর প্রদেশই বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে উপযোগী রাজ্য। যোগী রাজ্যের উন্নতি দেখে রীতিমত প্রশংসায় ভরিয়ে দিচ্ছে বড় বড় বিদেশী রাষ্ট্র। সময়ের সাথে সাথে উন্নতির পথে এগোচ্ছে উত্তরপ্রদেশ। তবে এবার ১ ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য হওয়ার পথে উত্তরপ্রদেশ।
প্রশ্ন উঠছে গত এক বছরে কীভাবে বদলে গেল মাফিয়াদের এই রাজ্য! এর পেছনে মূল মাস্টারমাইন্ড একজন। আর তিনি হলেন যোগী আদিত্যনাথ। ২০১৭ সালে উত্তর প্রদেশের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশকে অপরাধমুক্ত করার। সেই সাথেই রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিক করা। যাতে করে বড় বড় বিদেশী কোম্পানিগুলো উত্তরপ্রদেশে বিনিয়োগ করতে পারে। এর হাত ধরেই রাজ্যে কর্মসংস্থান বাড়বে। রাজ্যের উন্নতি বাড়বে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে। যেই কথা সেই কাজ। আজ গোটা দেশ দেখছে উত্তর প্রদেশের উন্নতি।
এক সময় উত্তর প্রদেশে অপরাধ ছিল সাধারণ ঘটনা। উত্তর প্রদেশে তারাই মন্ত্রী হতে পারত যারা এলাকার প্রভাবশালী কিংবা ডন হত। এনসিভি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে যেখানে উত্তর প্রদেশে নারীঘটিত অপরাধের সংখ্যা ছিল ৩,৪৬৭, ২০১৬ সালে তা বেড়ে গিয়ে দাড়ায় ৪,৮১৬। এরপর ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরেই ২০২০ সালে নারী ঘটিত অপরাধের সংখ্যা নেমে আসে ২,৭৬৯। শুধু তাই নয়, ২০২০ সালেই প্রথমবার উত্তর প্রদেশে ক্রাইম রেট এত কম হয়েছে। এছাড়াও মহিলাদের উপর অপরাধ থেকে শুরু করে অপরাধীদের রাজত্ব সবই কমেছে মাত্র অল্প সময়ে। উত্তরপ্রদেশে মাফিয়াদের রাজ কমাতে, মাফিয়াদের ২,৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ধবংস করেছে যোগী সরকার। একই সাথে এই নিয়ে মত ১৮৩ জন অপরাধীকে ঘটনাস্থলেই সোজা পরপার পাঠিয়েছে যোগী রাজ্যের পুলিশ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের জিডিপি ছিল ১৫০ বিলিয়ন ডলার। যোগীজি আসার পর থেকেই মাত্র ৫ বছরের মধ্যে ২০২২ সালে জিডিপি বেড়ে দাড়ায় ২৫০ বিলিয়ন ডলার। ২০১৭ সালে উত্তর প্রদেশের একজন মানুষের মাথাপিছু আয় ছিল ৪২০০০ টাকা, সেখানে ২০২২ সালে এই অঙ্ক দাঁড়িয়েছে ৮৪ হাজার টাকা। সর্বদিক দিয়েই ধীরে বলীয়ান হয়ে উঠছে উত্তর প্রদেশ। আর এটি সম্ভব হয়েছে কেবলমাত্র যোগী আদিত্যনাথের কঠোর সিদ্ধান্ত ও নিষ্ঠার জেরে। এভাবে চলতে থাকলে একদিন ১ ট্রিলিয়ন অর্থনীতির শিকরে পৌঁছে যাবে উত্তরপ্রদেশ।
Leave a Reply