ভাইপো চোর! রাস্তার পাশ থেকে ডেকে উঠল কে? তেড়ে গেলেন অভিষেক, Video টুইট করলেন সুকান্ত

ভাইপো চোর! রাস্তার পাশ থেকে ডেকে উঠল কে? তেড়ে গেলেন অভিষেক, Video টুইট করলেন সুকান্ত

‘ভাইপো চোর, ভাইপো চোর!’
রাস্তার পাশে ডেকে উঠলেন যুবক

গাড়ি থামিয়েই
তেড়ে গেলেন অভিষেক
রেগেমেগে ছুটলেন ধরতে

প্রকাশ্যে এলো সম্পূর্ণ ভিডিও
হূলস্থুল নেটপাড়ায়

নবজোয়ার কর্মসূচী পালনে বেরিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অভিষেকের কর্মসূচী বলে কথা স্বাভাবিকভাবেই রাস্তার দুপাশে উপচে পড়া ভিড়। শয়ে শয়ে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন অভিষেককে দেখার জন্য। রাস্তার মাঝ বরাবর দিয়ে এগিয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির কনভয়। আর ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে জোর গলায় শোনা যায় স্লোগান-

( লেখায় দেখাবে )

‘ ভাইপো চোর, ভাইপো চোর ‘।

ব্যস! থমকে যায় অভিষেকের কনভয়। গাড়ি থেকে নেমেই সোজা ছোটেন অভিষেক ব্যানার্জি, খুঁজতে শুরু করেন স্লোগানদাতাকে। অভিষেকের সাথেই নেমে পড়েন দেহরক্ষী থেকে পুলিশ। সকলেই তটস্থ। এক সময় দেখা যায়, স্লোগানদাতাকে খুঁজতেই ভিড়ে ঠাসা একটা গলিতেও ঢুকে যায় অভিষেক ব্যানার্জি। অবশ্য স্লোগানদাতা ততক্ষণে পলাতক। শেষমেশ অভিষেককে চোর ডাকা ব্যক্তির নাগাল না পেয়ে ফিরে আসেন অভিষেক ও তার দলবল। ফিরে এসেই সকলের সামনে হাত জোড় করে উঠে পড়েন কনভয়ে।

সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে অভিষেকের ঠাকুরনগরের কর্মসূচীতে। আর এই কর্মকাণ্ডটি সামনে এনেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ভিডিওটি টুইট করে লেখেন-

( লেখায় দেখাবে )

‘ ক্ষমতার দম্ভের প্রকাশ ‘।

অমিত মালব্যের কাছ থেকেই এই ভিডিওটি সংগ্রহ করেছেন বলেও উল্লেখ করেন সুকান্ত। ভিডিওটি টুইট করার পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে ভিডিওটিতে ট্যাগ করে তাকে কটাক্ষ করতেও ছাড়েননি সুকান্ত মজুমদার। এদিকে অভিষেকের এহেন কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ওঠে সমালোচনার ঝড়। সুকান্ত মজুমদারের টুইটের নীচে একজন লিখেছেন-

( লেখায় দেখাবে )

‘ গরু চোর, কয়লা চোর, চাকরি চোর। ‘

সুকান্ত মজুমদারের টুইট করা ভিডিওটির সত্যতা প্রকাশ করেনি বাংলা হান্ট। ( লেখায় দেখাবে )

তবে এই স্লোগান অভিষেক ব্যানার্জি প্রথম শুনেছেন এমনটা নয়। বঙ্গ রাজনীতিতে বহুদিন আগে থেকেই শুরু হয়েছে এই স্লোগানের পরিচয়। শিক্ষা দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় থেকে গরু পাচারে আটক কেষ্ট সবাইকেই শুনতে হয়েছে ‘ চোর চোর ‘ স্লোগান। আদালতের থেকে হাসপাতালের সর্বত্র আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন- ‘ চোর চোর ‘। তবে এবার নিয়োগ কাণ্ডে ফেঁসে যাওয়ায় অভিষেককেও শুনতে হচ্ছে চোরের তকমা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *