দলে দলে দেশ ছাড়ছে ভারতীয় কোটিপতিরা! হঠাৎ কেন ছাড়ছে দেশ? কি কারণে নিচ্ছে এত বড় সিদ্ধান্ত?
দলে দলে দেশ ছাড়ছে
ভারতীয় কোটিপতিরা
২০২৩ সালেই বিদেশ পাড়ি দিয়েছে
৬,৫০০ জন মিলিয়নার
হঠাৎ কেন ছাড়ছে দেশ?
কি কারণে নিচ্ছে এত বড় সিদ্ধান্ত?
কোথায় যাচ্ছে ভারতীয় ধনীরা?
প্রকাশ্যে এলো
চাঞ্চল্যকর রিপোর্ট
ধনী ব্যক্তিদের বসবাসের দিক থেকে যথেষ্ট এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিদেশে পাড়ি দিচ্ছে বহু ধনী ব্যক্তি। হঠাৎই ভারতীয় ধনী ব্যক্তিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে। আর এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে ‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩’। এই রিপোর্ট মোতাবেক জানা যাচ্ছে, গত ১ বছরে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন অন্তত ৬,৫০০ জন ‘মিলিয়নেয়ার’। এরা প্রত্যেকেই বড় মাপের কোটিপতি।
তবে আচমকা ভারতের মিলিয়নাররা বিদেশ কেন পাড়ি দিচ্ছে এই নিয়েই বাড়ছে উদ্বেগ। কারণ যে কোনও ধনী ব্যক্তিই দেশের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে বিরাট একটি প্রভাব রাখে। তাই বিষয়টি নিয়ে সরকারও বেশ চিন্তিত এই কথা বলাই বাহুল্য। এই পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ‘হেনলি এবং পার্টনার্স’-এর এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে শুধু মাত্র ভারতই নয়, চিনেও অনেক মিলিয়নার দেশ ছেড়েছে। এদিকে যে সমস্ত ভারতীয় মিলিয়নার দেশ ছেড়েছে তাদের বেশির ভাগেরই গন্তব্য স্থল দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। ভারত ছেড়ে বিদেশের পাড়ি দেওয়ার নেপথ্যে ভারতীয় ধনীরা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সেটি হল- কর সংক্রান্ত সুযোগ-সুবিধা লাভ। ভারতের চেয়েও বিদেশে কর সংক্রান্ত সুযোগ সুবিধা অনেক বেশি। ভারতে মিলিয়নারদের যে পরিমাণ কর দিতে হয়, তার চেয়েও অনেক কম দিতে হয়ে বিদেশে। এই সমস্ত সুযোগ সুবিধার জন্যই বিদেশে পাড়ি দিচ্ছেন বেশিরভাগ মিলিয়নার।
Leave a Reply