রেশন কার্ড থাকলে এখনই হন সাবধান, এই কাজটি করলেই পড়বেন মহা বিপদে! জারি হাই অ্যালার্ট

রেশন কার্ড থাকলে এখনই হন সাবধান, এই কাজটি করলেই পড়বেন মহা বিপদে! জারি হাই অ্যালার্ট

রেশন কার্ড নিয়ে শুরু হল
এক নতুন জালিয়াতি

সামনে এলো
বিরাট বড় আপডেট
এক্ষুনি হয়ে যান সাবধান

ভুলেও করবেন না এই কাজ
পড়বেন মহা বিপদে!

ফাঁকা হতে পারে কোষাগার!
হতে পারেন সর্বস্বান্ত!
জারি হাই অ্যালার্ট

কোটি কোটি ভারতীয়দের খাদ্যসাথী রেশন কার্ড। করোনা মহামারীর সময় থেকেই বিনামূল্যে খাদ্য পরিষেবা ও নানা রকম সুযোগ সুবিধা প্রদানে রেশন কার্ড এর জুড়ি মেলা ভার। এবার রেশন কার্ডকে কেন্দ্র করেই বড়সড় ঘোষণা দিল কেন্দ্র সরকার। যা না জানলেই পড়বেন মহা বিপদে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে সম্প্রতি রেশন কার্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নয়া জালিয়াতি। আমজনতাকে বোকা বানিয়ে টাকা হাতানোর ফন্দি এঁটেছে একদল প্রতারক। ঠিক কীভাবে চালানো হচ্ছে এই প্রতারণা চক্র? আপনারা জানেন, সরকার প্রতি মাসে মাসে রেশন কার্ড আপডেট করে। রেশন কার্ড আপডেট করার সময় অনেক নাম যোগ হয়, আবার অনেক নাম বাদ পড়ে। আর ঠিক এই সময় প্রতারণার ফাঁদ পাতে একদল প্রতারক। রেশন কার্ড আপডেটের সময় যাদের নাম কাটা পড়ে, মূলত তাদেরকেই ফাঁদেই ফেলে এই চক্রটি।

কীভাবে ফেলা হয় ফাঁদে?

রেশন আপডেট করার সময় যাদের নাম বাদ পড়ে, তাদের ফোনে ম্যাসেজ পাঠিয়ে কিংবা কল করে বিভিন্ন লোভণীয় অফার দেয় এই প্রতারক গোষ্ঠী। সাধারণ মানুষ অনেক সময় এই মিথ্যে ফাঁদ ধরতে পারে না। যার ফলে জালিয়াত গোষ্ঠীর লোভনীয় অফারগুলোতে পা দিয়ে দেয়। তারা মূলত যে ধরনের অফারগুলো দিয়ে থাকে সেগুলো হল- আপনাকে কোনও একটি লিংক পাঠিয়ে বলতে পারে, এই লিংকে প্রবেশ করুন আপনার ব্যাংক একেউণ্টে বিনামূল্যে রেশনের টাকা ঢুকবে। কিংবা আপনাকে ফোন করে, আপনার ব্যাংকের যাবতীয় তথ্য সংগ্রহ করে আপনার একাউণ্টে টাকা পাঠানোর কথা বলতে পারে। একই সাথে এই প্রতারণা চক্রটি সরকারের নাম নিয়েই আপনাকে বোকা বানানোর চেষ্টাও করতে পারে। আর আপনি একবার এই ফাঁদে পা দিলেই সর্বনাশ। আপনি আপনার ব্যাংকে জমানো সমস্ত টাকা হারাতে পারেন। একই সাথে নিজের বড়সড় বিপদ ডেকে আনতে পারেন।

তাই কেন্দ্রের তরফে রেশন কার্ডধারীদের বার বার জানানো হচ্ছে সরকার কখনই এমন কোনও সিদ্ধান্ত নেয়নি, যেখানে বলা হয়েছে একাউণ্টে বিনামূল্যে রেশন কার্ডের টাকা দেওয়া হবে। তাই এই ধরনের কোনও বার্তা পেলে, সেগুলোর প্রতি মনোযোগ দিতে বারণ করেছে কেন্দ্রীয় খাদ্য দফতর। পাশাপাশি ব্যাংক সম্পর্কিত কোনও তথ্য শেয়ার করতেও বারণ করা হচ্ছে রেশন গ্রাহকদের।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *