পুরীর রথযাত্রায় মন চাইলেও করবেন না এই একটি কাজ! জারি হল কড়া নিয়ম, না মানলেই চরম বিপদ
পুরীর রথযাত্রায় মন চাইলেও
করা যাবে না এই একটি কাজ
বাকি যাই ইচ্ছে করুন
কিন্তু ভুলেও ঘটাবেনন না
এই কাণ্ড
জারি হল কড়া নিয়ম!
না মানলেই চরম বিপদ!
পুরী যাওয়া আগেই হয়ে
সাবধান
ঝামেলায় পড়ার আগেই
জেনে নিন কোন কাজটি করা বারণ
হাতে মাত্র কটা দিন। এরপর আড়ম্বরের সাথেই পালিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান। আর রথযাত্রা মানেই সবার প্রথমে আসে পুরী। এখানকার রথ উৎসব গোটা ভারতবর্ষজুড়ে বিখ্যাত। দূর দূরান্ত থেকে বহু মানুষ পুরীতে ছোটে আসেন শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনে। প্রত্যেক বছরের ন্যায় চলতি বছরেও পুরীর রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। এই পরিস্থিতিতে মন্দিরের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু কঠোর নিয়ম জারি করেছে পুরীর মন্দির কতৃপক্ষ ও উড়িষ্যা পুলিশ প্রশাসন।
অন্যান্য বছরের থেকেও আরও বেশি কড়াকড়ি হতে চলেছে চলতি বছরের নিয়ম কানুনগুলো। এই নিয়মগুলো প্রত্যেক দর্শনার্থীদের মানতে হবে। না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে উড়িষ্যা প্রশাসন। এই সমস্ত নিয়মগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, ড্রোন ওড়ানো নিষিদ্ধ। অনেক ভক্তরা পুরীতে গিয়ে ব্লগ বানান, কিংবা ছবি তোলেন। এই সব ক্ষেত্রে তারা ড্রোন ব্যবহার করে থাকে। এই বিষয়টি পুরীর মন্দির কমিটির বেঁধে দেওয়া নিয়মাবলীগুলোর বিরুদ্ধে। পুরীর জগন্নাথ মন্দিরের আশে পাশে ড্রোন ওড়ান সম্পূর্ণ নিষিদ্ধ। বার বার সতর্ক করার পরেও অনেকেই বিষয়টির পরোয়া না করেই ড্রোন ব্যবহার করে। তাই চলতি বছর আরও বেশি তৎপরতা বাড়িয়েছে উড়িষ্যার পুলিশ প্রশাসন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। ড্রোন ওড়ানোর ওপর বাড়ানো হয়েছে নজরদারি। কোনও ভক্ত যাতে ড্রোন ওড়াতে না পারে সেই দিকে বিশেষ লক্ষ্য রাখার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও ড্রোন ধরা পড়ে সেক্ষেত্রে সেটি বাজেয়াপ্ত করা হবে। এমনকি ড্রোনের মালিক যদি ধরা পড়ে তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। এই পরিপ্রেক্ষিতে পুরীর মন্দিরের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক জানিয়েছেন-
‘যদি অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ান তাহলে ভক্তদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। আর তাই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
Leave a Reply