মাত্র ১৫ দিনেই বিদ্যুতের বিল অর্ধেক করবে অভিনব এই যন্ত্র! বিকোচ্চে জলের দরে, আজই লাগান বাড়িতে

মাত্র ১৫ দিনেই বিদ্যুতের বিল অর্ধেক করবে অভিনব এই যন্ত্র! বিকোচ্চে জলের দরে, আজই লাগান বাড়িতে

বিদ্যুতের খরচ
অর্ধেক কমিয়ে ফেলতে চান?

তাহলে আজই লাগান
জাদুকরী এই যন্ত্র

জলের দরে বিকোচ্চে
আমজনতার পকেট বাঁচানোর
হাতিয়ার

মাত্র ১৫ দিনেই
৫০% কমিয়ে দেবে বিদ্যুৎ বিল
সুরক্ষিত থাকবে ফ্রিজ, এসি, ফ্যান

বাঁচবে মোটা অঙ্কের টাকা
কোথায় মিলছে এই ডিভাইসটি?

কি নাম?
কত দাম?

দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তার উপর চলতি বছর বর্ষার আগমনে বিলম্ব ঘটায় বেজায় নাজেহাল অবস্থা দেশবাসীর। ভ্যাপসা ঘামচটা গরমে, রীতিমত অতিষ্ঠ আমজনতা। বৃষ্টি যখন ভাগ্যে নেই, তখন এই গরমে সঙ্গী একমাত্র ফ্যান, এসি, কুলার। দেদার চলছে ঘর ঠাণ্ডা রাখার যাবতীয় মেশিন। এমনকি একটির জায়গায় চলছে দুটি করে ফ্যান। ফলস্বরূপ এক্সপ্রেস ট্রেনের মতই বাড়ছে বিদ্যুতের বিল।

একদিকে বাড়তি বিদ্যুতের বিল, অন্যদিকে গরম- এই দুইয়ের ছ্যাকায় নাভিশ্বাস অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে আমজনতার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য কীভাবে একটু বিদ্যুতের বিল কমানো যায়! বিদ্যুতের বিল বাঁচিয়ে একটু পকেট ঠাণ্ডা রাখার উপায় খুঁজতে ব্যস্ত সাধারণ মানুষ। এই সুযোগসন্ধানী মানুষগুলোর জন্যই দুর্দান্ত চমক নিয়ে হাজির একটি অভিনব ডিভাইস। এটি এমনই একটি ডিভাইস যেটি বাঁচিয়ে দেবে আপনার অনেক টাকার বিদ্যুৎ বিল। শুধু তাই নয়, ডিভাইসটি ব্যবহার করতে আপনাকে কোনও প্রকার অবৈধ কাজ কিংবা অপরাধও করতে হবে না। অনেকেই বিল বাঁচাতে গিয়ে অবৈধ সুযোগ অবলম্বন করেন। এই ডিভাইসটিতে তেমন কোনও সম্ভাবনা নেই। একেবারেই নিরাপদ ভাবে আপনার বিদ্যুৎ বিল বাঁচাবে ডিভাইসটি।

ডিভাইসটির নাম কি?

বিদ্যুৎ বিল সাশ্রয় করার এই মেশিনটির নাম মোশন সেন্সর সুইচ। ইংরেজিতে Motion Sensor Power Saver Auto On and Off। এই ডিভাইসটির কাজ দেখলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন। বিদ্যুৎ বিল কম করতে এই ডিভাইসটির জুড়ি মেলা ভার। এককথায় অতুলনীয়।

ডিভাইসটি কীভাবে সেট করবেন?

ডিভাইসটি দেখতে অনেকটা সিসিটিভি ক্যামেরার মত। এটি আপনি বাড়ির যে কোনও স্থানে সেট করতে পারেন।আপনি চাইলে এটি লাইট, ফ্যান কিংবা এসির পাশেও সেট করতে পারেন।

কীভাবে কাজ করে এই ডিভাইসটি?

ডিভাইসটির কাজ করার পদ্ধতিও বেশ স্মার্ট। এক্কেবারে আধুনিক ও সহজ সরল। এটির মূল কাজ হল আপনার বাড়ির যাবতীয় ইলেকট্রিক পরিষেবাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে অন অফ করা। সেটা ফ্যান, এসি কিংবা কুলার। অর্থাৎ যা যা বিদ্যুৎ সংযোগে পরিচালিত হয়, সমস্ত কিছুই এই ডিভাইসের সাহায্যে অন অফ হতে পারে। ডিভাইসটি সেন্সরের মাধ্যমে রেসপন্স করে। যদি আপনি এই ডিভাইসটির সংস্পর্শে আসেন তাহলে বাড়ির লাইট, ফ্যান, এসি চালু হবে। আর আপনি যদি ডিভাইসটি থেকে দূরে সরে যান সেক্ষেত্রে বাড়ির সমস্ত বিদ্যুৎ চালিত পরিষেবা বন্ধ হয়ে যাবে। অনেক সময় তাড়াহুড়োয় বেরোতে গিয়ে আমরা বাড়ির লাইট ফ্যান চালিয়ে বেরিয়ে যাই। সেক্ষেত্রে বিদ্যুৎ যেমন অপচয় হয়, তেমনি বিদ্যুতের বিলও বাড়ে চড়চড়িয়ে। এই ক্ষেত্রেই এই ডিভাইসটি সবচেয়ে উপযোগী।

কোথায় পাবেন ডিভাইসটি? কত দাম?

ডিভাইসটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে- Motion Sensor Power Saver Auto On and Off – লিখে সার্চ করতে হবে। দাম পড়বে ৫২৫ টাকা। তবে অফারের ভিত্তিতে দাম পরিবর্তিত হতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *