মমতা ব্যানার্জিকে পুতনা রাক্ষসীর ডেকে চরম কটাক্ষ শুভেন্দুর! ফেসবুক, টুইটারে উগড়ে দিলেন চরম ক্ষোভ

‘পুতনা রাক্ষসী মমতা!’, ‘পিসি ভাইপো’কে তুলোধনা! ফেসবুক, টুইটারে ঝড় তুললেন শুভেন্দু

‘পুতনা রাক্ষসী মমতা!’
চরম কটাক্ষ শুভেন্দুর

ঠাকুরনগরে দাঁড়িয়ে
রাজ্যের পিসি ভাইপোকে
চরম তুলোধনা

ফেসবুক টুইটারে
উগড়ে দিলেন ক্ষোভ

ঠিক কি বলেছেন
শুভেন্দু অধিকারী?

দেশজুড়ে জোর কদমে চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচী। এই নবজোয়ার কর্মসূচীকে ঘিরেই সম্প্রতি উত্তপ্ত ঠাকুর নগর। তৃণমূলের যুবনেতা অভিষেক ব্যানার্জির সভা ঘিরেই শুরু হয় ধুন্ধুমার। গোষ্ঠী দ্বন্দে জড়িয়ে পড়ে মতুয়া সম্প্রদায় ও তৃণমূল। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। হতাহতের সংখ্যাও বাড়ে। সেই রেশ কাটতে না কাটতেই সোজা ঠাকুর নগরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। দেখা করেন আহতদের সঙ্গে।

ঠাকুর নগর গিয়ে রাজ্যের পিসি ভাইপোকে একসঙ্গে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। রীতিমত তুলোধুনো করেন অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুতনা রাক্ষসীর সাথে তুলনা করেন। শুভেন্দুর অভিযোগ, নবজোয়ার কর্মসূচী করতে গিয়ে ঠাকুরবাড়ির পবিত্র মাটি অপবিত্র করে এসেছেন অভিষেক। শুধু অপবিত্রই নয়, একই সাথে অপমানও করেছেন ঠাকুরবাড়িকে। এদিন মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের সাথেও কথা বলেন শুভেন্দু। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সমস্ত ঘটনা খতিয়ে দেখে মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগ তোলেন অভিষেকের বিরুদ্ধে।

ঠাকুরনগর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। টুইটে সমস্ত ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এহেন ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপও প্রার্থনা করেন শুভেন্দু। একই সাথে ফেসবুকেও সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে লেখেন-

‘কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুর মহোদয়, সতীর্থ বিধায়ক সুব্রত ঠাকুর মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়েছিলাম। আঞ্চলিক দল তৃণমূলের সাধারণ সম্পাদকের নবজোয়ার কর্মসূচির আড়ালে যে বিশৃঙ্খলা ঠাকুরবাড়িতে সৃষ্টি করা হয়েছিল, যেভাবে ঠাকুরবাড়ির পবিত্র মাটিকে অপমান করা হয়েছে তা সবিস্তারে শুনলাম। ঘটনার দিন মমতার পুলিস ও স্থানীয় তোলামুলীদের অত্যাচারে আহত মতুয়া সম্প্রদায়ের মধ্যে বেশ গুরুতর আহত হয়েছেন যে ৩জন তাদের মধ্যে ২ জন মাতৃশক্তি। তাঁদের প্রত্যেকের সাথে দেখা করে কথা বলে তাঁদের শারীরিক পরিস্থিতির খবর নিলাম।’

ঠাকুরনগরের ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতাকেও আটক করা হয়। গোটা ঘটনাটিকে চক্রান্ত বলে তোপ দাগেন শুভেন্দু।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *