বদলে গেল আবাহাওয়ার মুড! এবার চলবে ঝড়-বৃষ্টির ডবল ব্যাটিং, রাজ্যের ৫ জেলায় জারি কড়া সতর্কতা
বদলে গেল আবাহাওয়ার মুড!
চলবে ঝড়-বৃষ্টির ডাবল ব্যাটিং!
চোখ রাঙাবে বর্ষার তাণ্ডব!
রাতারাতি কমবে
তাপমাত্রার পারদ
শেষ হবে
গরমে সেদ্ধ হওয়ার পালা
শুরু হবে ঠাণ্ডার দাপট
ঝমঝমিয়ে নামবে বৃষ্টি
৫ জেলায় জারি
কড়া সতর্কতা
কি পরিস্থিতিতে রয়েছে
কলকাতা?
কতটা কমবে বাংলা গরম?
অবশেষে বহু প্রতীক্ষার অবসান। চাঁদিফাটা রোদের হাত থেকে রক্ষা দিতে বঙ্গে ঢুকল বর্ষা। শান্তির দীর্ঘশ্বাস ফেলছে বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে দিন কয়েক আগেই জানানো হয় পশ্চিমবাংলায় মৌসুমি বায়ু প্রবেশের খবর। ফলস্বরূপ এবার বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। অবশ্য ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে বহু জায়গায়। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে ভালোমত বৃষ্টি হয়েছে বলেই জানা যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বাড়বে। গরমও ভালোমতই কমবে। এতদিন ভ্যাপসা গরমে যেভাবে সেদ্ধ হয়েছে বঙ্গবাসী, সেই যন্ত্রণাও লাঘব হবে অনেকটা। দহন জ্বালা থেকে স্বস্তি পাবে রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এবার শুরু হবে ঝড় বৃষ্টির আসল ব্যাটিং। উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। একই সাথে হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ারে। এই সব অঞ্চলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও প্রবল। তবে দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টি হলেও গরমের দাপট এখনই কমবে না। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে গরমের চোখ রাঙ্গানি থাকবে আরও কিছুদিন। নির্দিষ্ট সময়ে পরেই বর্ষা ঢুকবে এই অঞ্চলগুলোতে।
এদিকে কলকাতাতে ধীরে ধীরে শুরু হয়েছে বর্ষা। ঠাণ্ডা হয়েছে কলকাতার আবাহাওয়া। এই মুহূর্তে কলকাতা তাপমাত্রা ৩৯ এর কাছাকাছি থাকলেও কিন্তু, অনুভূত হচ্ছে ৫০ ডিগ্রীরও বেশি। কলকাতায় বৃষ্টি হলেও, তা মনের মত নয়। ঝমঝমিয়ে কবে নামবে মনের মত বর্ষা সেই উত্তর এখনও অধরা।
Leave a Reply