‘ স্বর্গে নিজের হাতে মদ পরিবেশন করেন আল্লাহ ‘! ভাইরাল পাকিস্তানের মৌলানার ভিডিও, ধুন্ধুমার নেট পাড়ায়
‘স্বর্গে নিজের হাতে
সুরা পরিবেশন করেন আল্লাহ’!
জনসমক্ষে বেফাঁস মন্তব্য
পাকিস্তানের মৌলানার
রাতারাতি ভাইরাল ভিডিও
ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব
চটে লাল মুসলিম সম্প্রদায়
ঠিক বলেছেন এই মৌলানা?
যা নিয়ে ধুন্ধুমার নেট পাড়ায়!
ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম সমাজ, ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব! কারণের মূলে রয়েছে পাকিস্তান। মুসলিম সমাজের প্রতিনিধি হয়েই ইসলাম ধর্মকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের আলোচিত মাওলানা তারিক জামিল। বরাবরই তাঁকে দেখা গেছে বিতর্কিত মন্তব্যের জেরে সমস্যা সৃষ্টি করতে। এবারেও করলেন এমনই এক কাণ্ড। যা নিয়ে শুরু হয়েছে বাক বিতর্ক। সম্প্রতি প্রকাশ্যে এসছে মাওলানা তারিক জামিলের একটি ভিডিও। এই ভিডিওতেও মুসলিমদের সৃষ্টিকর্তা অর্থাৎ উপাসক আল্লাহকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে তারিক জামিলকে। ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল ভিডিওটি।
কি বলেছেন তিনি? ভিডিওটিতে তারিক জামিলের মুখে শোনা যায়, মুসলমানদের বেহেশতে মদ্যপানের তিনটি স্তরের কথা। যেখানে তিনি বলেন, বেহেশত অর্থাৎ মুসলমানদের কাছে যেটা স্বর্গ, সেখানে নাকি সুরা পানের ব্যবস্থা থাকে। তিনি জানান, বেহশতে যারা প্রথম স্তরে রয়েছে, তাদের সুরা পরিবেশন করেন স্বয়ং আল্লাহ। তারিখ জামিলের কথায়-
( লেখায় দেখাবে )
‘বেহেশতে নিজের হাতে সুরা পরিবেশন করেন আল্লাহ’!
অন্যদিকে যারা দ্বিতীয় স্তরে রয়েছে তাদেরকে সুরা পরিবেশন করেন ফেরেশতা কিংবা বেহেশতের চাকরেরা। আর তৃতীয় স্তরে যারা রয়েছে তাদেরকে কেউ সুরা পরিবেশন করে না। তারা নিজেরাই নিজেদের সুরা পরিবেশন করে। এখানেই থেমে থাকেননি মাওলানা তারিক জামিল, তিনি আরও বলেন,পৃথিবীর মানুষ যদি সুরা ত্যাগ না করে তাহলে স্বর্গেও আল্লাহ তাদের সুরা পানের সুযোগ করে দেবেন। সেই সাথেই আরও বলেন, জান্নাতে সুরা ছোঁয়ার আঙুলটি পৃথিবীর দিকে ঘোরানো হলে সমগ্র বিশ্ব সুগন্ধে ভরে উঠবে।
তারিক জামিলের এহেন ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়। আল্লাহকে নিয়ে এমন মন্তব্য তাও একজন ইসলাম ধর্মাবলম্বীর মুখে, যা কার্যত অবাক করছে গোটা দুনিয়াকে, এমনকি আমরাও অবাক এমন কাণ্ডে। অনেকেই ইসলাম ধর্মের প্রতি দায় দায়িত্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন। একজন সম্ভ্রান্ত মুসলিম হয়ে কীভাবে এমন মন্তব্য জনসমক্ষে আনলেন সেই নিয়েও প্রশ্ন করছেন অনেকেই। তার ভাইরাল হওয়া ভিডিওটির নীচে একে একে জমা পড়ছে ক্ষোভ ও রাগজনিত কমেন্ট।
Leave a Reply