এবার আরও বড় দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে RBI! আর করা যাবে না জালিয়াতি, কি সেই সিদ্ধান্ত ?

এবার আরও বড় দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে RBI! আর করা যাবে না জালিয়াতি, কি সেই সিদ্ধান্ত ?

এবার আরও বড় দুর্দান্ত সিদ্ধান্ত
নিয়েছে RBI

যে সিদ্ধান্তের লক্ষ্য
এক ঢিলে দুই পাখি

আর করা যাবে
না জালিয়াতি

আটকানো যাবে
বিজয় মাল্য থেকে নীরব মোদীর মত
ঋণখেলাপিদের

কি সেই সিদ্ধান্ত
যা শুনলেই আনন্দে লাফাবেন আপনিও

গ্রাহকদের সুবিধার্থে বরাবরই নতুন নতুন সিদ্ধান্ত ও পরিষেবা নিতে দেখা যায় ভারতীয় রিজার্ভ ব্যাংককে। এবারেও সে রকমই একটি উদ্যোগ নিয়েছে আরবিআই। এবার যে উদ্যোগ নিয়েছে, সেটি একই সঙ্গে দেবে দু রকমের সুবিধা। যেমন, এই পরিষেবার মধ্যে দিয়ে একদিকে ঋণ গ্রহীতাদের জন্য এক বিশাল বড় সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আরবিআই। একই সাথেই ঋণ খেলাপিদের জন্যও বড়সড় শাস্তিও দেবে আরবিআই। এর ফলে বড় বড় ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে প্রতারণার ঘটনাগুলোকেও খুব সহজেই আটকানো যাবে।

আরবিআইয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ঋণখেলাপি হয়ে থাকেন কিংবা কোনও সংস্থা যদি ব্যাংক জালিয়াতির মত ঘটনায় জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল কোম্পানি কম পরিমাণ অর্থের বিনিময়ে হিসেবনিকেশ করে লোনের সেটেলমেন্ট করার সুযোগ দেবে। এক্ষেত্রে ঋণগ্রহীতার বিরুদ্ধে কোনও প্রকার আইনি বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না। এক্ষেত্রে যেমন, বিজয় মালিয়া ও নীরব মোদীকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার থেকে এই রকম কিছুই হবে না। অবশ্য এক্ষেত্রে আরও কিছু নিয়ম কানুন রয়েছে। যেগুলো ব্যাংক কতৃপক্ষ ও ঋণখেলাপি ব্যক্তি কিংবা সংস্থাকে জানাতে হবে।

সম্পূর্ণ এই বিষয়টি নিয়ে,ব্যাংক কতৃপক্ষরাও বেশ আশাবাদী। এই সিদ্ধান্তের ফলে অন্তত ব্যাংক প্রতারণার ঘটনাগুলো কমিয়ে আনা যাবে বলেও মনে করছেন একাংশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *