করমণ্ডল দুর্ঘটনায় গ্রেফতার স্টেশন মাস্টার সহ ৩ জন! একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

করমণ্ডল দুর্ঘটনায় গ্রেফতার স্টেশন মাস্টার সহ ৩ জন! একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

করমণ্ডল দুর্ঘটনায় গ্রেফতার
স্টেশন মাস্টার সহ ৩ জন

এই প্রথমবার করমণ্ডল দুর্ঘটনায়
এত বড় সাফল্য

CBI কে দায়িত্ব দেওয়ার
মাত্র ১০ দিনের মাথায়
গড়গড়িয়ে বেরিয়ে এলো কালো তথ্য

এতদিন যা কেউ পারেনি
সেটাই করে দেখাল সিবিআই

সন্দেহভাজনদের আটক করেই
গোপন ঢেঁড়ায় চলছে লাগাতার জেরা

একে একে বেরিয়ে আসছে
চাঞ্চল্যকর সব তথ্য

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের হাতে তদন্তের ভার তুলে দেওয়ার মাত্র ১০ দিনের মাথায় এলো বড়সড় সাফল্য। শুনলে শিউরে উঠবেন আপনিও। সিবিআইয়ের সাফল্যে হাসি ফুটবে স্বজনহারাদেরও। এই প্রথমবার করমণ্ডল দুর্ঘটনার কাণ্ডে গ্রেফতার হয়েছে তিন জন। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও তথ্য ভালো ভাবে প্রকাশ্যে আসেনি। তথ্য সূত্রে যেমটা জানা যাচ্ছে, গোপনে গোপনে তিনজন আটক করে জেরা চালাচ্ছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, তদন্তের খাতিরে তিনজনকে আটক করা হয়েছে তিনজন রেল কর্মীকে। এই তিনজন হলেন যথাক্রমে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক রেল কর্মী। করমণ্ডল দুর্ঘটনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই তিনজনের ভূমিকা। তাই এদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। সিবিআই তরফেও কোনও প্রকার টু শব্দও করা হয়নি এই নিয়ে। অনুমান করা হচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসের মত এত বড় ঘটনা কীভাবে ঘটে গেল সেই নিয়েই যাচাই করছেন সিবিআই আধিকারিকেরা। বিশেষ করে, এত আধুনিক সুযোগ সুবিধা থাকা স্বত্তেও , কীভাবে এই গাফিলতি ঘটতে পারে। এটা কি নিছকই ভুলবশত কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে আছে কোনও প্রকার ষড়যন্ত্র? নাকি সিগন্যালিং কিংবা যান্ত্রিক ত্রুটি থেকে এই রকম একটি ঘটনা ঘটেছে সেই তথ্যই বের করবে সিবিআই।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই একাধিক রেল কর্মীর মোবাইল ফোন খতিয়ে দেখেছে সিবিআই।কল রেকর্ডিং থেকে ম্যাসেজও যাচাই করা হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজ ও সার্চ ইঞ্জিন হিস্ট্রিও খতিয়ে দেখা হয়েছে । সেই সাথেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের লোকো পাইলটদেরও। তবে বড়সড় আর কোনও তথ্য কিংবা অন্য কোনও রহস্যের কিনারা করা সম্ভব হল কি না সেই নিয়ে আপাতত কিছুই জানা যায়নি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *