অভিষেক ব্যানার্জির সত্যিকারের শিক্ষগত যোগ্যতা কত জানেন? প্রকাশ্যে এলো কালো সত্য

অভিষেক ব্যানার্জির সত্যিকারের শিক্ষগত যোগ্যতা কত জানেন? প্রকাশ্যে এলো কালো সত্য

অভিষেক ব্যানার্জির
শিক্ষগত যোগ্যতা কত জানেন?

সরকারি স্কুল নয়
মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক
পড়েছেন হাইফাই প্রাইভেট স্কুলে

পেয়েছেন বড়সড় ডিগ্রী
রাজনীতির চেয়েও তুখোড়
শিক্ষার ময়দানে

টিএমসি যুবনেতার পড়াশুনোর
লেভেল শুনলে আঁতকে উঠবেন

এত পড়েও না করেছেন চাকরি
না করেছেন ব্যবসা

ঠিক কতদূর
পড়াশুনো করেছেন তিনি?
পেয়েছেন কোন কোন ডিগ্রী?

বেরিয়ে এলো
সত্যিকারের কালো সত্য

এই মুহূর্তে তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রাজ্যের শাসক দল, তৃণমূলের জাতীয় রাজনীতির প্রধান মুখ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পদেও রয়েছেন তিনি। তিনিই তৃণমূলের যুবরাজ। বুঝতেই পারছেন এই মানুষটি কে, তিনি আর কেউ নন অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির পর, পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি, এমনটাও শোনা যায় রাজনৈতিক মহলে। এই মুহূর্তে বঙ্গরাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন এই মানুষটি। বিশেষ করে নবজোয়ার কর্মসূচীকে কেন্দ্র করে রয়েছেন আলোচনার শিরোনামে। এই কর্মসূচীর মধ্যে দিয়ে আরও বেশি করে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ফলে আলোচনা ও সমালোচনার মধ্যে নিত্য নতুন ঠাঁই পাচ্ছে অভিষেকের নাম।

এতো গেল অভিষেকের রাজনৈতিক জীবন। কিন্তু ব্যক্তি অভিষেককে কজন জানে! অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে এমনই একজন আইকন, যাকে পশ্চিমবঙ্গের বিরাট সংখ্যক যুব সমাজ অনুসরণ করে। আচ্ছা এই মানুষটি যেখানে তরুণ প্রজন্মের আইকন, সেখানে এই মানুষটির শিক্ষাযোগ্যতা সম্পর্কে কি কোনও ধারণা আছে। অনেকেরই কৌতূহল এখানেই। অভিষেক ব্যানার্জি অনেক অল্প বয়সেই রাজনৈতিক আঙ্গিনায় পা রাখেন। সালটা তখন ২০১১। শুরুতেই হাতেখড়ি দেন লোকসভার ময়দানে। পর পর দুবার সাংসদও হয়েছেন তিনি। বিরোধী শিবিরে শোনা যায়, পিসি মমতা ব্যানার্জির হাত ধরেই নাকি রাজনীতির মঞ্চে উত্থান অভিষেকের। মমতা ব্যানার্জি না থাকলে নাকি কিছুই করতে পারতেন না অভিষেক। এই সব কটাক্ষ প্রায় শোনা যায় বিরোধী মহলে।

এদিকে রাজনীতির ময়দানে যতই ভরাডুবি খান না কেন, শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক ছাপ রেখেছেন তিনি। উচ্চমাধ্যমিক দিয়েছেন এম.পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এরপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন রাজধানী দিল্লী। সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেন। এরপর, আরও এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন এমবিএ। তবে এত পড়াশুনো করেও চাকরি করেননি, ব্যাবসাও করেননি। সোজা নেমে পড়েন রাজনীতির ময়দানে। রাজনীতিতে পিসির পদাঙ্ক অনুসরণ করেন অভিষেক। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের অন্যতম মেরুদন্ড হিসেবে পরিণত হন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *