রেলে রয়েছে ৮ ধরনের কামরা, কোনটিতে কী সুবিধা হয় জানলে চমকে যাবেন

ভারতীয় রেলে থাকে মোট ৮ ধরনের কামরা, কোনটিতে কী সুবিধা হয় জানলে চমকে যাবেন

ভারতীয় রেলে থাকে
মোট ৮ ধরনের কামরা

সাজসজ্জা থেকে পরিষেবা
সব ক্ষেত্রেই আলাদা

নিরাপত্তা হোক বা সুরক্ষা
সম্পূর্ণ ভিন্ন

এই কামরাগুলোর টিকিটের দামেও
আকাশ পাতাল পার্থক্য

এই ৮টি কামরার নাম কি জানেন?
কোনটিতে কী সুবিধা দেওয়া হয়?
জানলে চমকে যাবেন

স্বল্প খরচে, দ্রুত যাতায়াতের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম রেল। ভারতের নাগরিকেরা বিমান, বাসের থেকেও সবচেয়ে বেশি ভ্রমণ করে ট্রেনে। আর ট্রেনকে কেন বেছে নেবে না বলুন তো! ট্রেনে এত সুবিধা আছে যা অন্য কোথাও নেই। শুধুমাত্র ট্রেনেই আছে ৮ রকমের কামরা। যাত্রীরা নিজেদের অবস্থান বিবেচনা করে অনায়াসেই সেই সব কামরার টিকিট কাটতে পারেন। অনেকেই ভারতীয় রেলের এই ৮ রকম কামরাগুলো সম্পর্কে জানে না। তাই একনজড়ে দেখে নিন কামরাগুলো কি কি-

এক, এক্সিকিউটিভ ক্লাস : রেলের সবচেয়ে দামী কামরা এটি। এই কামরাটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই কামরার পরিবেশ খুবই সুন্দর। বাথরুম থেকে বসার সিট খুবই লাক্সারিয়াস। চারটে করে বার্থ থাকে।

দুই, প্রথম শ্রেণির কামরা: রেলের দামী কোচগুলোর মধ্যে এটিও একটি। এই কামরাটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই কামরাটিও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চারটে করে বার্থ থাকে। বসার জায়গাগুলোও আরামদায়ক হয়।

তিন, টু টায়ার শ্রেণির কামরা : এই ধরনের কামরা গুলো তুলনামূলক কম দামের হয়। এখানে বসার জায়গাগুলো থাকে দুটি উপরে এবং দুটি নিচে। এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

চার, থ্রি-টায়ার শ্রেণির কামরা: এটিও একটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত কোচ। এই কোচে থাকে তিনটি করে বার্থ ।আপার, লোয়ার এবং মিডিল। এই কোচের টিকিটও অনেকটা কম দামের হয়। তবে এই কোচ প্রাইভেসি কম থাকে।

পাঁচ, স্লিপার ক্লাস: সবচেয়ে জনপ্রিয় কামরা হল স্লিপার ক্লাস কামরা। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই কামরার চাহিদা সবচেয়ে বেশি। কম খরচে যাতায়াত সম্পন্ন করতে এই কামরাটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানেও তিন ধরনের বার্থ থাকে। আপার, লোয়ার এবং মিডিল। এখানে এসি থাকে না।

ছয়, এসি চেয়ার কার : কম দূরত্বের জন্য এই কামরাগুলোর চাহিদা বেশি। অন্যান্য কামরার তুলনায় এই কামরার টিকিটের দামও অনেক কম হয়।

সাত, নরম্যাল চেয়ার কার : এটি হল সাধারণ চেয়ার কার। এখানে এসি থাকে না।

আট, জেনারেল বা অসংরক্ষিত শ্রেণি: এই কামরাটিতে আগে থেকে টিকিট কাটা যায় না। যিনি আগে আসবেন কেবল তিনিই এখানে বসতে পারবেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *