মাটির থেকে হাজার হাজার ফুট নীচে “বিশ্বের গভীরতম হোটেল”! এক রাতের খরচ জোগাতে বেছতে হবে কিডনি
হোটেল তো অনেক দেখেছেন
কখনও আকাশে ঝুলতে
কখনও জলের উপর ভাসতে
এবার দেখুন মাটি থেকে
হাজার হাজার ফুট নীচে
থাকা এক আজব হোটেল
পাতালের কাছাকাছি নির্মিত
বিশ্বের গভীরতম হোটেল
যেতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে
লাক্সারিয়াস বেড রুম থেকে
সুইমিং পুল সবই আছে এখানে
গাড়ি করে নয়
যেতে হয় ট্র্যাকিং করে
এক রাতের খরচ জোগাতে
বেছতে হবে কিডনি
কোথায় আছে
বিশ্বের এই আজব হোটেল?
কত ভাড়া হোটেলটির?
আচ্ছা আপনি কি কখনও ভেবেছেন খাওয়া দাওয়া করার জন্য আপনাকে মাটির গভীরে যেতে হবে! মানে একেবারে পাতালে গিয়ে আপনাকে ভোজন সম্পন্ন করতে হবে। হ্যাঁ একদমই তাই। আমরা আজ আপনাকে এমনই একটি হোটেলের গল্প বলব, যেখানে খেতে চাইলে আপনাকে সরাসরি চলে যেতে হবে পাতালের কাছাকাছি অর্থাৎ মাটির একদম গভীরে। হোটেলটি যেখানে অবস্থিত তার ভয়ানক পরিবেশ দেখলে আপনি শিউরে উঠবেন। যারা রোমাঞ্চপ্রেমী মানুষ তাদের জন্য সেরা ঠিকানা এই হোটেলটি।
এই আন্ডারগ্রাউণ্ড হোটেলটির নাম “দ্য ডিপ স্লিপ হোটেল”। এটিই বিশ্বের সবথেকে গভীরতম হোটেল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,৩৭৫ ফুট নিচে এই হোটেলটির অবস্থান। বলা চলে হোটেলটি এতটাই নীচে যে, এরপর যদি আর মাটি খোঁড়ানো হয়, তাহলে যে কোনও ক্ষেত্রেই বেরিয়ে আসতে পারে গরম গরম লাভা। এই হোটেলটিতে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কি নেই এই হোটেলে! এখানে থাকার জন্য রুম থেকে শুরু করে বাথরুম সবই উপলব্ধ। হোটেলটি নর্থ
ওয়েলসের স্নোডোনিয়া পাহাড়ের নিচে অবস্থিত একটি খনির ভেতরে তৈরি হয়েছে। এই হোটেলে যেতে হলে না লাগবে গাড়ি, না লাগবে বিমান। এর জন্য করতে হবে ট্রেকিং। ট্রেকিং করেই অতিথিরা এই হোটেলে পৌঁছে যায়। হোটেলটিতে পৌঁছানোর জন্য অতিথিরা যখন ট্রেকিং করে, সেই সময় তাদেরকে ব্যক্তিদের হেলমেট থেকে শুরু করে আলো এবং বুট পড়িয়ে দেওয়া হয়। অতিথিদের সুরক্ষারথে এই সব প্রদান করা হয়। এরপর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অতিথিরা হোটেলটিতে পৌঁছায়।
এই হোটেলটিতে প্রাইভেট কেবিনে দু’জনের জন্য এক রাতের খরচ ৩৬,০০৩ টাকা। এছাড়াও অন্যান্য সিঙ্গেল রুমগুলোর ভাড়াও অনেক। এই ভাড়ার মধ্যেই থাকছে ব্রেক ফাস্ট থেকে ডিনার সব কিছুই। এই হোটেলে থাকতে চলে অবশ্যই ২৪ ঘণ্টার জন্য বুক করতে হবে। কারণ এখানে যেতেই সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। এই হোটেলটির সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট হল মাটির এত গভীরে থেকেও এই হোটেলটিতে ওয়াই ফাই থেকে শুরু করে ইলেকট্রিক সবই আছে। শুধুমাত্র ধূমপান করার ব্যবস্থা নেই।
Leave a Reply