প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে দামী শহরের নতুন তালিকা! লিস্টে বড়সড় রদবদল, কলকাতা অবস্থান কত?
প্রকাশ্যে এল বিশ্বের সবচেয়ে
ধনী শহরের নতুন তালিকা
২০২৩ সালের তালিকায়
মারাত্মক রদবদল
ভারতের ব্যাপারে বড়সড়
আপডেট
যা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি
তাই হল সত্যি
তালিকায় ঠাঁই পেয়েছে
ভারতের কতগুলো শহর?
কত স্থানে রয়েছে
কলকাতা?
বিশ্বের বিভিন্ন দেশকে কেন্দ্র করে নানান সময় নানান রকমের তথ্য সামনে আসে। বেরিয়ে আসে নানা বিষয়ের পরিসংখ্যান। এবারও সামনে এলো এমনই একটি বিষয়। প্রকাশ্যে এলো বিশ্বের দামী শহরের তালিকা। যে তালিকাটি দেখলে রীতিমত চমকে যাবেন। তালিকাটিতে প্রকাশ পেয়েছে বিশ্বের সবথেকে দামী শহরগুলোর নাম। এই তালিকায় ভারতের ব্যাপারেও আছে গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় নাগরিক হিসেবে যা আপনার অবশ্যই জানা দরকার।
প্রথমেই জানিয়ে রাখি এই তালিকাটি প্রকাশ্যে এনেছে “কস্ট অফ লিভিং সার্ভে-২০২৩”। গোটা বিশ্বের ৫টি মহাদেশের মধ্যে মোট ২২৭টি শহরের মধ্যে এই সার্ভেটি করা হয়। এই ২২৭টি শহরের মধ্যে ঠাঁই পেয়েছে ভারতের ৭টি শহর। এই ৭টি শহরের নাম শুনলে সত্যি অবাক হবেন আপনিও! কোন কোন শহর ঠাঁই পেয়েছে এক নজরে দেখে নিন –
মুম্বাইঃ ২২৭টি শহরের মধ্যে ১৪৭ তম স্থানে রয়েছে ভারতের ঐতিহ্যবাহী শহর ও প্রাণকেন্দ্র মুম্বাই। ভারতের মধ্যে সবথেকে দামী শহরের খেতাব অর্জন করেছে মুম্বাই।
দিল্লীঃ ২২৭টি শহরের মধ্যে ১৬৯ তম স্থানে রয়েছে দিল্লী। মুম্বাইয়ের পরেই এই শহরের অবস্থান। খরচা পাতি, ব্যায়ের দিক থেকে অনেক উপরে আছে এই শহরটি।
চেন্নাইঃ ১৮৪ তম স্থানে রয়েছে চেন্নাই। অত্যন্ত খরচাসাপেক্ষ শহরের মধ্যেও এই শহরটি অন্যতম।
বেঙ্গালুরুঃ ১৮৯ তম স্থানে রয়েছে বেঙ্গালুরু।
হায়দ্রাবাদঃ ২০২ তম স্থানে রয়েছে হায়দ্রাবাদ।
কলকাতাঃ এই শহরের অবস্থান ২১১ ।
পুণেঃ ২১৩ তম স্থানে রয়েছে পুনে।
এই রিপোর্টটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে করা হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল আবাসন, পরিবহণ, খাদ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী এবং বিনোদন। “কস্ট অফ লিভিং সার্ভে-২০২৩” রিপোর্টে বলা হয়েছে, ভারতের এই ৭টি শহরে উপলব্ধ পরিষেবা ও সুযোগগুলো অনেক বেশি ব্যায়বহুল। এই শহরগুলোতে যারা থাকেন তাদের আয় উপার্জনের থেকে বেশি তাদের খরচের পরিমাণ। এই শহরগুলো যতটা উন্নত ততটাই ব্যায়বহুল। এই শহরগুলো প্রবাসীদের জন্যও খরচ সাপেক্ষ। বিশেষ করে মুম্বাই। সমীক্ষায় অংশগ্রহণ করা ২২৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর হংকং, সিঙ্গাপুর এবং জুরিখ। এগুলো বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল শহর। তালিকায় সবচেয়ে কম ব্যয়বহুল শহরের মধ্যে রয়েছে হাভানা।
Leave a Reply