২ লিটারের বেশি সুরা নিয়ে ধরা পড়লেই জেল-জরিমানা! এই রাজ্যের নিয়মে কাঁদছেন সূরাপ্রেমীরা
২ লিটারের বেশি সুরা নিয়ে ধরা পড়লেই
খাটতে হবে জেল
লাগু হবে মোটা অঙ্কের জরিমানা
এই রাজ্যের নতুন নিয়মে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে
প্রতিটি সূরাপ্রেমী
মানতেই হবে নতুন নিয়ম
না মানলেই দেওয়া হবে
বড়সড় কড়া ডোজ
কোথায় লাগু হল নয়া নিয়ম?
কাদের জন্য লাগু হল?
কবে থেকে মানতে হবে
এই নিয়মগুলো?
ভারতে দিন দিন বাড়ছে সুরাপ্রেমীর সংখ্যা। শুধুমাত্র সুরা বিক্রি করেই দেশের অর্থ ভাণ্ডারে ঢুকছে মোটা অঙ্কের টাকা। হিসেব অনুযায়ী, বেশির ভাগ রাজ্যের মোটা অঙ্কের রাজস্ব লাভ হয় সুরা বিক্রি করেই। সুরার প্রতি ভারতীয়দের এতটাই টান যে, বিদেশ থেকে তারা এমন সুরা কিনে নিয়ে আসে,মাবার দেশ থেকে সুরা কিনেও বিদেশে চালান করে। এবার এই পরিপ্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে মন চাইলেই ইচ্ছে মত, নিজের মর্জি অনুযায়ী সুরা কিনে নেওয়া আনা করতে পারবে না কোনও সুরাপ্রেমী। কোনও ব্যক্তি ঠিক কি পরিমাণ সুরা আনা নেওয়া করতে পারবে সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
নয়া নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে আসা যাত্রীরা শুল্কমুক্ত দোকান থেকে শুধুমাত্র ২ লিটার পর্যন্ত সুরা কিনতে পারবে ও সঙ্গে রাখতে পারবে। আর যারা দেশীয় সুরা ক্রেতা রয়েছেন তাদের জন্য নতুন নির্দেশিকায় বলা হয়েছে, তারা 4.5 লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার ও 7.5 লিটার বিয়ার কেনার অনুমতি পাবে। এই পরিমাণ সুরা তারা নিজেদের সঙ্গেও রাখতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হল এই সুরাগুলো অবশ্যই হতে হবে রাজ্যের মধ্যে থাকা লাইসেন্সকৃত দোকানের কেনা সুরা। তবে সুরা কেনার ক্ষেত্রে এই কঠিন শর্তগুলো আরোপ করেছে প্রতিবেশি রাজ্য তেলেঙ্গানা। বাংলায় এই ধরনের কোনও নিয়ম লাগু হয়নি। অর্থাৎ বাংলার সুরাপপ্রেমীদের জন্য চিন্তার কিছুই নেই। তেলেঙ্গায় কড়াকড়ি ভাবেই এই নিয়ম লাগু করা হয়েছে। যদি কোনও ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে, সেক্ষেত্রে দেওয়া হবে কঠিনতম শাস্তি। শাস্তি স্বরূপ পাবে ১০ বছরের কারাদন্ড এবং ১ লাখ টাকার জরিমানা। ইতিমধ্যেই আইনত ভাবে এই নিয়ম লাগু হয়ে গেছে।
আবগারি মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় জানিয়েছেন, সুয়ার চোরা চালান রোধ করতে ও নকল সুরার আধিপত্য নষ্ট করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান ইদানিং কালে দেশজুড়ে অবৈধ ও অনৈতিক সুরার কারবার অনেক বেশি বেড়েছে। তাই এই মুহূর্তে এই এমন পদক্ষেপ না নিলে এই ধরনের কারবার আরও বাড়বে জানিয়েছেন তিনি।
Leave a Reply