মাত্র ২৪ ঘণ্টা! মারাত্মক হাইস্পিডে ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, হুঁশিয়ারি জারি হাওয়া অফিসের
আর মাত্র ২৪ ঘণ্টা
মারাত্মক হাইস্পিডে ধেয়ে আসছে
ভয়ানক ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
তেড়েফুঁড়ে চালাবে তাণ্ডব
শুরু হবে তোলপাড়
আমবস্যার রাতেই
ধারণ করবে ভয়ংকর রুপ
মোকা, ফ্যাবিয়ানের থেকেও
আরও বেশি শক্তিশালী, বিধ্বংসী
এই ঘূর্ণিঝড়!
বাংলার কপালেও চিন্তার ভাঁজ!
তাণ্ডবলীলার মহা আতঙ্ক!
হুঁশিয়ারি জারি হাওয়া অফিসের
পশ্চিমবঙ্গে ঠিক কতটা প্রভাব পড়বে?
ল্যান্ডফলই বা কোথায়?
শুরু হয়ে গেছে বিপর্যয়ের লীলাখেলা! এই বিপর্যয় কোনও সাধারণ বিপর্যয় নয়। একেবারে শক্তিশালী বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয়। হাওয়া অফিস সূত্রে আগেই জানানো হয়েছে রাজ্যের বুকে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় বিপর্যয়। এই নিয়েই এবার আরও বড় আপডেট দিল হাওয়া অফিস। এই ঘূর্ণিঝড় কোথায়, কীভাবে আছড়ে পড়বে জানিয়ে দিল সে সব তথ্য। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে এই ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে আরব সাগরে। সেখানেই ক্রমশ বাড়াচ্ছে শক্তি। এটি এতটাই শক্তিশালী হবে যে এর গতিবেগ থাকবে তুঙ্গে। সময়ের সাথে সাথেই বাড়ছে ঘূর্ণিঝড়টির শক্তি। সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবস্থান গোয়া থেকে ৮৪০ কিলোমিটার দূরে আরব সাগরের কাছাকাছি।
হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের ফলে দিন কয়েক বিপদ সংকেতের কবলে থাকবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো। এই সময় হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। একই সাথে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, লাক্ষাদ্বীপ, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান ও মুজফ্ফরবাদেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের দাপট থেকে রক্ষা পাবে না পশ্চিম বঙ্গ। বাংলার কপালেও রয়েছে যথেষ্ট চিন্তার ভাঁজ। তথ্য সূত্রে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে বাংলাতেও কম বেশি হালকা বৃষ্টিপাত হবে। তবে অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরও কিছুটা সময় লাগবে।
এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় সম্পর্কে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র উপকূলের মৎস্যজীবীদের বিশেষ সাবধানতাও অবলম্বন করতে বলা হয়েছে।
Leave a Reply