করমণ্ডলের পর প্যান্টোগ্রাফ ভেঙে ভয়ংকর বিপদে একই লাইনের দু দুটি ট্রেন! চাঞ্চল্য এলাকাজুড়ে
করমণ্ডলের পর
প্যান্টোগ্রাফ ভেঙে ভয়ংকর বিপদে
একই লাইনের দু দুটি ট্রেন
মাত্র ৬ মিনিটের মাথায়
বিপর্যস্ত দুটি ট্রেনেরই পরিষেবা
মারাত্মক পরিস্থিতির মুখোমুখী
ভারতীয় রেলওয়ে
ব্যাহত যাত্রী পরিষেবা
আবারও প্রশ্নের মুখে
ভারতীয় রেলওয়ে
কোথায় ঘটল এই ঘটনা?
কীভাবে ঘটল এত বড় বিপর্যয়?
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই যেন দেশের রেল পরিবহণ ব্যবস্থায় শনির দশা লেগেছে। কখনও রেলের লাইনের উপর ট্র্যাক্টর উঠে যাচ্ছে, কখনও আবার রেলের চাকা বেলাইন হয়ে যাচ্ছে তো কোথাও আবার ট্রেনে আগুন লেগে যাচ্ছে! এবার এই সব ছাপিয়ে আরও বড় বিপত্তির মুখে ভারতীয় রেল। সম্প্রতি সামনে এলো দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়া ঘটনা। প্রতিটি ট্রেনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হল প্যান্টোগ্রাফ। একটি ট্রেনকে সঠিকভাবে পরিচালনার জন্য প্যান্টোগ্রাফের ভূমিকা অনেক। প্যান্টোগ্রাফ দেখতে অনেকটা এণ্টিনার মত। ট্রেনের ছাদের উপর এটি বসানো থাকে। এর মূল কাজ হল বিদ্যুৎ সংগ্রহ করে ট্রেনটিকে পরিচালনা করা। এবার ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ অংশটি পড়েছে বিপদে মুখে।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ঝাপটেরঢাল স্টেশনের কাছে। সেখানেই আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এই ঘটনার ঝেড়ে অনেকক্ষণ ধরেই আটকে যায় দুটি ট্রেন। সাথে সাথে বন্ধ হয়ে যায় আরও অনেক ট্রেনের পরিষেবা। তৎক্ষণাৎ খবর জানানো হয় পূর্ব রেল কতৃপক্ষকে। দ্রুত ভাঙা প্যান্টোগ্রাফগুলো সরানোর কাজও শুরু করে ভারতীয় রেলওয়ে। সর্বশেষ আপডেট অনুযায়ী, ভাঙা প্যান্টোগ্রাফগুলো সরিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিকও করে তোলা হয়।
তবে আচমকা একই সাথে দু দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়। পাশাপাশি নির্ধারিত সময়ের আগে ট্রেন যাত্রা সম্পন্ন না হওয়ায় হেনস্থার সম্মুখীনও হতে হয় যাত্রীদের। বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় রেলওয়ে। রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট প্যান্টোগ্রাফ এভাবে ভেঙে পড়া খুবই চিন্তার বিষয়। একেই করমণ্ডলের স্মৃতি ঘুম কেড়েছে আমজনতার। তারই উপর আবার এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে । রেল সূত্রে খবর এই ঘটনায় যোগাযোগ ব্যাহত ছাড়া অন্য কোনও ক্ষয় ক্ষতি হয়নি।
Leave a Reply