Title: রতন টাটা শোকে প্রিয় পোষ্য “গোয়া”ও পৃথিবীর মায়া ত্যাগl করেছেন! এমনই খবর ছড়ায় নেট মাধ্যমে এর আসল সত্য কি?
Ratan Tata’s pet goa dies sm
Ratan Tata, Pet Dog, Goa, Die, Viral News, Viral Photo, Social Media, India, World, Busines Man, Richest Person, West Bengal, Kolkata, Bangla, Bengali, Bengali News, Bangla Khobor, Bengali Khobor
Body:
শিল্পক্ষেত্র থেকে সদ্যই এক বিরাট অবক্ষয়ের অবসান হয়েছে। সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের শিল্পপতি তথা জনদরদী ব্যক্তি স্বনামধন্য রতন টাটা। তার মৃত্যুতে গোটা দেশ কার্যত শোকস্তব্ধ। একেবারে খাঁটি মাটির মানুষ ছিলেন তিনি। তার কাছে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই ছিল মানুষ। কখনো কাউকে আলাদা চোখে দেখেননি। ভারতকে আগলে রাখার দায়িত্ব নিয়েছিলেন ভারত রত্ন রতন টাটা। আর এই ব্যক্তি চলে যাওয়ার পর রীতিমতো সকলেই মুষড়ে পড়েছেন। কিন্তু এই শোকের মাঝে ফের আরো একটি দুঃসংবাদ। জানা যাচ্ছে রতন টাটার পোষ্য কুকুর ‘গোয়া’-ও নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মালিকের শোকেই এমন চরম পরিণতি। এমনই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রতন টাটার পোষ্যও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি মেসেজ বেশ ছড়িয়ে পড়তে দেখা যায়। মূলত হোয়াটসঅ্যাপেই এই খবরগুলি ছড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া এই পোস্টে লেখা ছিল, “শোক সংবাদ। রতন টাটা পোষ্যপুকুর গোয়া তার মৃত্যু তিন দিন পরেই মারা যায়। আর সেই কারণেই হয়তো বলা হয় মানুষের থেকেও কুকুর অনেক বেশি বিশ্বস্ত।” ব্যস এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সকলের মধ্যে কৌতূহল, উদ্বেল বাড়তে থাকে। সত্যি কি গোয়া মারা গিয়েছে।
এই বিষয়ে কি জানা যায়:
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর আদাপেও সত্যি নয় বলে দাবি করা হয়েছে। মুম্বাই পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুধীর কুড়ালকর সমাজ মাধ্যমের ছড়িয়ে পড়া এই গুজবকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন। এই বিষয় ইন্সপেক্টর কুড়ালকর স্পষ্ট জানান, শান্তনু নাইডুর সঙ্গে তার কথা হয়েছে। সেই সূত্রে জানা গিয়েছে যে, গোয়া এখনো সম্পূর্ণ জীবিত ও সুস্থ রয়েছে চিন্তার কোন কারণ নেই। অর্থাৎ এটি একটি ভুয়ো খবর।
এমনকি এই বিষয় ইন্সপেক্টর সুধীর বাবু ইন্সটাগ্রামে একটি রিলও পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লেখেন “প্রয়াত রতন টাটার পোষ্য গোয়ার মৃত্যুর খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে গোয়ার মৃত্যু হয়েছে। আমি এই বিষয়ে শান্তনু নাইডুর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা। রতন টাটার কুকুর গোয়া এখন সুস্থ এবং জীবিত। কোন তথ্য শেয়ার করার আগে যাচাই করে নেবেন।”
আপনাদের জানিয়ে রাখি, রতন টাটা সর্বদাই একজন বড় মনের ব্যক্তি ছিলেন। তিনি যে টাকা উপার্জন করেছেন তার অর্ধেকের বেশি শুধুমাত্র জনসেবার কাজেই লাগিয়ে গিয়েছেন। দুস্থ মানুষদের পাশাপাশি, তিনি পথ চলতি অবলা পশুদের ত্রাতা হয়েছিলেন। পশু পাখিদের প্রতি তাঁর এক আলাদাই টান। আর তাই ওই অবলা প্রাণী গুলির জন্য তিনি ভারতের বুকে গড়ে তুলেছিলেন একটি হাসপাতাল। সেই সাথে নিজের এই জীবনে একাকীত্ব দূর করতে বাড়িতে এনেছিলেন পোষ্য কুকুর গোয়াকে। রতন টাটার অত্যন্ত কাছের ছিল এই পোষ্য। কিন্তু আজ তিনি চলে গেলেও, একা হয়ে গেছে গোয়া। বন্ধু রতন টাটাকে না পেয়ে হয়তো তারও মন খারাপ।
Leave a Reply