অবশেষে বৃষ্টি শুরু! শুক্রতেই বৃষ্টির লক্ষ্মী যোগ!

Title: অবশেষে বৃষ্টি শুরু! শুক্রতেই বৃষ্টির লক্ষ্মী যোগ! ঝেঁপে আসছে বৃষ্টি! নিস্তার নেই আর! কি? ছাতা তৈরি তো?

Focus:

অবশেষে বৃষ্টি শুরু!
শুক্রতেই বৃষ্টির লক্ষ্মী যোগ!

ঝেঁপে আসছে বৃষ্টি!
নিস্তার নেই আর!

ভয়ঙ্কর রূপ নেবে বর্ষা!
দুপুরেই ঘনিয়ে আসবে অন্ধকার!

সেকেন্ডের মধ্যে তোলপাড়
হবে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা!

কি? ছাতা তৈরি তো?
জারি হলো বৃষ্টির হাই অ্যালার্ট!

Body:

শেষমেষ নিস্তার পাওয়া যাবে গরম থেকে! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে আশার বাণী শোনালো আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বলে হই হট্টগোল পড়ে যায়। সকাল উঠে খবরের চ্যানেল উল্টালেও সেখানে দিনের পর দিন আজ বৃষ্টি! কাল বৃষ্টি হবে বলে শোনা যায়। কিন্তু বর্ষা দেবী তো নাছোড়বান্দা। দক্ষিণবঙ্গে প্রবেশই করবেন না বলে যেনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে টলানো গেছে। শুক্রবার থেকেই শুরু হবে ভয়ঙ্কর বৃষ্টি। শুরু হবে মেঘের গর্জন, বইবে হাওয়া, উত্তাল হবে সমুদ্র। উল্টেপাল্টে যাবে একের পর এক গাছ।

এই খবর আপনাদের কাছে যতক্ষণে পৌঁছবে ততক্ষণে বাংলায় বৃষ্টি স্পেল চালু হয়ে গিয়েছে। সাথে ভিজতে শুরু করবে একের পর এক জেলা। আপনাদের আগেই জানানো হয়, বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আশঙ্কা করা হয়। তবে এখনও ত নিম্নচাপে পরিণত হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট না জানালেও। দক্ষিণা বাতাসের জেরে প্রচুর প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগরে। এর ফলে শুক্রবার অর্থাৎ ২৮শে জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১টার পর থেকেই বৃষ্টির বেগ বাড়তে পারে বলে আভাস পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে। উপকূল এলাকাগুলিতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভয়ঙ্কর বজ্রপাতের সম্মুখীন করতে হতে পারে প্রতিটি জেলাকেই। আর এই বৃষ্টি থেকে বাদ যাচ্ছে না আমাদের মহানগরও। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয় এই ঘূর্ণাবর্ত্যের কারণে ২৯ তারিখে অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শুধু ২৯ নয় ৩০ শে জুনও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপডেট অনুযায়ী শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওই দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের মত সমস্যার সম্মুখীন থেকে মুক্তি নেই।

আপনাদের আরো জানিয়ে রাখি, বৃহস্পতিবারও নাকি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সমস্ত জেলাতে অগ্রসর হয়নি। তবে আবহাওয়াবিদদের অনুমান আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বাদবাকি অঞ্চল গুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এবার মৌসুমী বায়ুর গতিও বৃদ্ধি পাবে। এর ফলে জুন মাসে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি হয়েছে। সেটা জুলাইতেই পুষিয়ে দেবে বর্ষা দেবী। সেইসময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে উত্তরবঙ্গে বিরামহীন বৃষ্টি চলছে। আপাতত এই সপ্তাহে আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিঙে ভারী বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গ বৃষ্টি থেকে যে নিস্তার পাচ্ছে না তা স্পষ্ট বোঝা যাচ্ছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *