Title: জিও গ্রাহকদের জন্য সাংঘাতিক দুঃসংবাদ! এক লাফে বাড়ল জিও ট্যারিফের প্ল্যান!
Focus:
জিও গ্রাহকদের জন্য
সাংঘাতিক দুঃসংবাদ!
এক লাফে বাড়ল
জিও ট্যারিফের প্ল্যান!
এবার থেকে পকেটে হিটস্ট্রোক
করাবে মুকেশ বাবু!
১৭৯ থেকে ১৯৯,
১৭৯৯ থেকে ১৯৯৯,
আর কিসে কত টাকা বাড়ানো হলো?
দেখুন পুরো তালিকা
Body:
এবার দাম বাড়লো জিও রিচার্জ প্ল্যানের। একেবারে পকেট ফাঁকা করে দেবে মুকেশ বাবু। বিগত কিছুদিন ধরেই টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান বৃদ্ধি করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে প্রায় প্রত্যেকবারই এদিক থেকে এগিয়ে থাকে এয়ারটেল। কিন্তু এবার এয়ারটেলকে ছাপিয়ে বৃহত্তম টেলিকম সংস্থা জিও তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করার ঘোষণা করল আগেভাগে। আগামী মাস থেকেই রিচার্জের জন্য গুনতে হবে বড় বড় নোট। তথ্যসূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে যে ট্যারিফ প্ল্যান ঘোষণা করা হয়েছে তাতে ১২.৫% থেকে ২৫% রিচার্জের খরচা বেড়ে যাবে গ্রাহকদের। এর পাশাপাশি আরো জানা গেছে, জিওর মোট ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম এই মুহূর্তে বাড়ানো হয়েছে। প্রিপেড, পোস্টপেড সমস্ত রকমের প্ল্যানে টাকা বৃদ্ধি করা হয়েছে।। এরমধ্যে ১৭ টি প্রিপেড প্লান এবং দুটি রয়েছে পোস্টপেড প্ল্যান। এবার প্রশ্ন উঠছে আনলিমিটেড 5জি পরিষেবা পাওয়া যাবে তো?
তাহলে চলুন দেখে নেওয়া যাক কতটা বদল আনা হয়েছে রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রে?
প্রথমেই রয়েছে ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান। যার দ্বারা ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। তবে এই মুহূর্তে এর দাম হয়েছে ১৯৯ টাকা।
দুই, ২০৯ টাকার প্ল্যান বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪৯ টাকা। সুবিধা থাকছে আগেরটাই ২৮ দিন ভ্যালিডিটি, সাথে ১ জিবি ডেটা, আনলিমিটেড কল।
তিন, ২৩৯ টাকা পরিবর্তন করে করা হয়েছে ২৯৯ টাকা। এই প্ল্যান থেকে সুবিধা পাওয়া যেত ২৮ দিনের জন্য, সাথে ১.৫ জিবি ডেটা।
চার, ২৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩৪৯ টাকা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। সঙ্গে ২ জিবি ইন্টারনেট পরিষেবা।
পাঁচ, ৩৪৯ টাকা করা হয়েছে ৩৯৯ টাকা।
ছয়, ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে ৪৪৯ টাকা।
সাত, ৪৭৯ টাকা,,,,, এই প্ল্যান বেড়ে হবে ৫৭৯ টাকা।
আট, ৫৩৩ টাকার প্ল্যান করা হয়েছে ৬২৯ টাকায়। সুবিধা ৫৬ দিনের মেয়াদ সাথে ২ জিবি ডেটা। ঠিক আগেরটাই।
নয়, ৩৯৫ টাকা হয়ে দাঁড়িয়েছে ৪৭৯ টাকা।
দশ, ৬৬৬ টাকা হয়ে দাঁড়িয়েছে ৭৯৯ টাকা। এর দ্বারা গ্রাহকরা ১.৫ জিবি ডেটা। সাথে ৮৪ দিনের প্ল্যান পেতেন।
এরপরে রয়েছে , ৭১৯ টাকা রিচার্জ প্ল্যান। যা এই মুহূর্তে করা হয়েছে ৮৫৯ টাকা।
এছাড়াও ৯৯৯ টাকাকে করা হয়েছে ১১৯৯ টাকা।
বার্ষিক রিচার্জ প্ল্যানের ক্ষেত্র বড় বদলা আনা হয়েছে। ১৫৫৯ টাকা হয়ে দাঁড়িয়েছে ১৮৯৯ টাকা। এই প্ল্যানের দ্বারা ৩৩৬ দিনের সুবিধা পাওয়া যায়। সাথে ২৪ জিবি ডেটা। এছাড়াও ২৯৯৯ টাকা বেড়ে হবে ৩৫৯৯ টাকা।
পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রেও বিশেষ বদল। এরমধ্যে ২৯৯ টাকা বেড়ে হবে ৩৪৯ টাকা। সেই সাথে ডেটা অ্যাড অন প্ল্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে ১৫ টাকার প্ল্যানটি হয়ে দাঁড়িয়েছে ১৯ টাকা। ২৫ টাকার প্ল্যান করা হয়েছে ২৯ টাকা এবং সর্বশেষ ৬১ টাকার প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা। এর পাশাপাশি জানিয়ে রাখি, আনলিমিটেড ৫জি পরিষেবা আপাতত চালু থাকছে। তবে এর জন্য দৈনিক যে ২ জিবি ডেটার প্ল্যান রয়েছে সেগুলি ব্যবহার করতে হবে।
তবে হ্যাঁ, মনে রাখবেন এই প্ল্যানগুলি আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানা যাচ্ছে। কিন্তু এদিক থেকে বেঁচে গেছেন জিও ভারত এবং জিও ফোন যাদের রয়েছে।
Leave a Reply