জ্বর সর্দি এলেই প্যারাসিটামল খাচ্ছেন! সাবধান! এটি কিন্তু সাব স্ট্যান্ডার্ড ওষুধ!

Title: জ্বর সর্দি এলেই প্যারাসিটামল খাচ্ছেন! সাবধান! এটি কিন্তু সাব স্ট্যান্ডার্ড ওষুধ!

Focus:

সাব স্ট্যান্ডার্ড
ওষুধ থেকে সাবধান!

জ্বর সর্দি এলেই ঘন ঘন
প্যারাসিটামল খাচ্ছেন!

এই প্যারাসিটামলই
সাব স্ট্যান্ডার্ড নয়তো!

জানিয়ে দিলেন গবেষকরা!
যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে!

গুণমানে একেবারে
গোল্লা ৫০টিরও বেশি ওষুধ!

তালিকায় কি কি ওষুধ
রয়েছে দেখুন

Body:

জ্বর হোক কিংবা সাধারণ ঠাণ্ডা লাগা, গায়ে হাত পা ব্যথা। সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে নিলাম। তার জন্য ডাক্তারের পরামর্শও নিতে হয় না। এক ওষুধেই কেল্লাফতে! কিন্তু যাকে আপনি বিপদের নাশক ভেবে আসছেন সেই যদি হয় বিপদের বাহক হয়ে ওঠে তাহলে কি হবে? না একথা আমি বলছি না বলছেন গবেষকরা। সম্প্রতি ওষুধের পরীক্ষা করতে গিয়েই উঠে আসে ভয়ঙ্কর তথ্য। যে তথ্য শুনলে হাড় হিম হয়ে যাবে।

সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তরফ থেকে ওষুধের গুণমান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষার করার পর জানা যায়, ১ টি ২ টি নয়! ৫০টিরও বেশি ওষুধ সাব স্ট্যান্ডার্ড। অর্থাৎ এগুলি সব নিম্নমানের ওষুধ। যে তালিকায় রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে প্যান্টোপ্র্যাজোল সহ, বিভিন্ন অ্যান্টিবায়োটিক। তথ্যসূত্রে জানা গিয়েছে, হিমাচল প্রদেশে, গুজরাট, ঝাড়খণ্ডের একাধিক কারখানা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওষুধগুলির কোয়ালিটি চেক করতে গিয়েই দেখা গিয়েছে ,,,,,,,,,কোনো ওষুধই মান সম্মত নয়। নিম্নমানের ওষুধগুলির মধ্যে ২২ ধরনের ওষুধ হিমাচল প্রদেশে তৈরি হয় বলে জানা যায়। এছাড়াও জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোদিয়া, ভদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলিও একইভাবে নিম্নমানের।

তথ্যসূত্রে আরো জানা গিয়েছে, মোট ৫২টি ওষুধকে সাব স্ট্যান্ডার্ড ওষুধ বলে সতর্ক করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশ। চলতি মাসের ২০শে জুন যে অ্যালার্ট প্রকাশ করা হয়। যে ৫২টি ওষুধ সাব স্ট্যান্ডার্ড তকমা পেয়েছে তার মধ্যে রয়েছে প্যারাসিটামল। জ্বর হলে যে ওষুধ সকলে মুঠো মুঠো খেয়ে নেন। এমনকি ডাক্তার দেখাতে গেলে যে ওষুধের পরামর্শ বারবার দিয়ে থাকেন তারা। সেই ওষুধ এখন বিষ হয়ে ওঠেছে।

শুধু প্যারাসিটামল নয় তালিকায় রয়েছে আর অসংখ্য ওষুধ। তথ্যসূত্রে অনুযায়ী, এই তালিকায় রয়েছে Clonazepam ওষুধও রয়েছে। যা দেওয়া হয় সিজার হলে। এছাড়াও Ambroxol, Fluconazole, বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট, হজমের ওষুধ, একাধিক অ্যান্টিবায়োটিক, রক্তচাপ কমানোর ওষুধ সহ ৫২ টি ওষুধ সাব স্ট্যান্ডার্ড ওষুধ বলে চিহ্নিত করা হয়েছে। একসাথে এত ওষুধকে সাব স্ট্যান্ডার্ড বলায় মানুষের মনে স্বাভাবিকভাবে ভয় গ্রাস করছে। তবে আপনাকে জানিয়ে রাখি ইতি মধ্যেই, এই ওষুধ সংস্থার তরফ থেকে সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। এমনকি ওই নিম্নমানের ওষুধগুলোকে বাজার থেকে তুলে আনার নির্দেশও দেওয়া হয়েছে। সাথে সকলকে সতর্ক করে দিয়েছেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *