কোথায় বর্ষা? কোথায় মেঘের গুড়ুম গুড়ুম! সব ভ্যানিশ!

Title: কোথায় বর্ষা? কোথায় মেঘের গুড়ুম গুড়ুম! সব ভ্যানিশ! আরো বাড়বে গরম!স্বস্তি আদৌ মিলবে কিনা আশঙ্কায় হাওয়াবিদরা!

Focus:

কোথায় বর্ষা?
কোথায় মেঘের গুড়ুম গুড়ুম?

সব ভ্যানিশ,
আরো বাড়বে গরম!

লেটলতিফ বর্ষা
আরো লেট!

সোমবার থেকেই শুরু
ভ্যাপসা গরমের নিউ স্পেল!

৩৬০ ডিগ্রি ঘুরে
গেলো আবহাওয়া!

স্বস্তি আদৌ মিলবে কিনা
আশঙ্কায় হাওয়াবিদরা!

কি জানাচ্ছেন তারা
দেখুন

Body:

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় বঙ্গবাসীর! উত্তরবঙ্গে বিরামহীন বৃষ্টি চললেও, দক্ষিণবঙ্গে গরম চলছে বিরামহীন। মাঝে দু-একদিন কয়েক পশলা বৃষ্টি হলেও, সেই বৃষ্টি খুব একটা আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারেনি। তবে দুদিন আগেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে ফেলেছে। এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দপ্তর,,,,,,,কিন্তু তা সত্ত্বেও বর্ষা হওয়ার নামমাত্র লক্ষণ টুকু নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হওয়া ছাড়া সেভাবে কিছুই ধরা পড়ছে না। মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে গেলেও মিনিট পাঁচেকের মধ্যেই আবার সেই একই অবস্থা। আবহাওয়ার এমন বহুরূপী রূপ দেখে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে, দক্ষিণবঙ্গবাসী কি আদৌ স্বস্তি পাবে? আর সেই নিয়েই বড়সড় আপডেট জারি করলো হাওয়া অফিস।

সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েদারের লেটেস্ট আপডেট জারি করেছে। সেই আপডেট অনুযায়ী সোমবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। আগামী ৪-৫ দিন কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে না। আপনাদের আগেই জানানো হয়, দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলায় ২১শে জুন থেকে বর্ষার আগমন হয়ে গিয়েছে। তবে বিশেষ কিছু জেলায় বিশেষ করে পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে এখনোও পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করেনি। সেই জেলাগুলিতে প্রবেশ করতে করতে চলতি সপ্তাহে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। তার আগে অবধি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়াবিদদের তথ্য অনুসারে জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আপাতত জুন অব্দি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার অর্থাৎ ২৪ শে জুন বিশেষ কিছু জায়গায় সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই আকাশ কিছুটা আংশিক আবার কিছুটা রোদেলা থাকতে পারে। এদিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার এই বৃষ্টি কিছুটা হলেও বাড়বে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা হলেও বাড়তে পারে। উল্টোদিকে মঙ্গলবারের পর বুধবার পশ্চিমের পশ্চিমপ্রান্ত জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। তবে হ্যাঁ এক্ষুনি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়ার সম্মুখীন হতেই হবে। এমনকি সকাল থেকে দুপুর অবদি খটখটে রোদ থাকবে মাথার উপর। টানা জুন মাস অব্দি এমনটাই চলবে বলে মনে করছেন আলিপুর আবহাওয়াবিদরা।

উল্টো দিকে উত্তরবঙ্গের চিত্র আবার বদলে গেছে। উইকেন্ডের পর থেকেই বৃষ্টির দাপট আরো বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উপরের জেলা গুলি ছাড়াও উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এছাড়াও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমনকি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *