৩ কোটি নতুন পাকা বাড়ি দিচ্ছে কেন্দ্র! তবে একমাত্র ইনারা পাবেন না এই সুবিধা!

Title: ৩ কোটি নতুন পাকা বাড়ি দিচ্ছে কেন্দ্র! তবে একমাত্র ইনারা পাবেন না এই সুবিধা! হাজার চেষ্টা করেও নয়!

 

Focus:

আবাস যোজনায়
আরো বড় ঘোষণা!

১০০-২০০ নয়, একেবারে
৩ কোটি নতুন পাকা বাড়ি দিচ্ছে কেন্দ্র!

একমাত্র ইনারা পাবেন না এই সুবিধা!
হাজার চেষ্টা করেও নয়!

রইল এর A টু Z তথ্য!

Body:

রাজ্য সরকারের তরফ থেকে যেমন একের পর এক প্রকল্প চালু করা হয়েছে। তেমনই কেন্দ্র সরকারের তরফ থেকেও চালু রয়েছে একাধিক জনদরদী প্রকল্প। আর এবার নতুন সরকার গঠনের পর আরো বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। তৃতীয়বারের মতন মোদী সরকার গঠনের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। পিএম আবাস যোজনার আওতায় আরো ৩ কোটি পাকা বাড়ি তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে যে কেউ এই সুবিধা পাবেন না। পেতে গেলে অবশ্যই মানতে হবে এই শর্তগুলি।

তবে তার আগে জেনে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনা আসলে কি?

আমাদের বেঁচে থাকার জন্য মৌলিক উপাদান হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। খাদ্য, বস্ত্র পেয়ে গেলেও বাসস্থানের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় দাঁড়িয়ে একটি বাড়ি তৈরি করা তো কোনো ছেলেখেলা কথা নয়। প্রয়োজন টাকার। তাই ভারত সরকার ২০১৫ সালে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের লক্ষ্যে চালু করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। যাদের মূলত পাকা বাড়ি তৈরি করার ক্ষমতা নেই তাদের জন্যই এই সুবিধা। বিশেষ করে এর দ্বারা আর্থিক সুবিধা প্রদান করা হয়। তবে এই প্রকল্পের দুটি স্কিম রয়েছে। সেগুলি হচ্ছে –

এক, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। মূলত গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন। সেইসমস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ।

দুই, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। যারা শহরে বাস করে তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা নিতে চায়। সেক্ষেত্রে তাদের এই সুবিধাটি নিতে হবে।

তবে এই প্রকল্পের আওতায় আসলে অনেক অনেক সুবিধা পাওয়া যায়। এই সুবিধাগুলি কি কি?

এক, এই স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক চাহিদা দূর হবে। এবং পাকা বাড়িতে বাস করতে পারবেন।

দুই, এই প্রকল্পের হাত ধরে আবেদনকারীদের বাড়ি বানানোর জন্য অর্থ প্রদান করা হয়। মোট অর্থ দেওয়া হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। এর মধ্যে সরকার দিয়ে থাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এবং উপভোক্তা যে রাজ্যের বাসিন্দা হবেন সেই রাজ্যের তরফ থেকে দেওয়া হয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। আর ওই উপভোক্তাকে দিতে হয় ২৫ হাজার টাকা।

তিন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসলে ওই ব্যক্তিকে বিদ্যুৎ এবং এলপিজি সুবিধা দেওয়া হয়ে থাকে।

চার, এর পাশাপাশি নিত্য দিনের প্রয়োজনীয় যে জল। সেই জলের জন্য কলের ব্যবস্থাও করে দেওয়া হয়।

তবে যে কেউ এই সুবিধা নিতে পারেন না? এর জন্য বিশেষ কিছু মানদন্ড রয়েছে। সেগুলি কি কি?

এক, শুধুমাত্র আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তি অর্থাৎ যাদের পাকা বাড়ি করার সামর্থ্য নেই তারাই আবেদন করতে পারবেন। এবং যাদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে তারা এই যোজনার আবেদন করতে
পারবেন।

দুই, এছাড়াও বার্ষিক আয় যাদের ৩ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে। তারা নিম্ন আয়ের গ্রুপে আবেদন করতে পারবেন।

তিন, এর পাশাপাশি আবেদনের দুটি বিভাগ রয়েছে। মিডল ইনকাম গ্রুপ ১ এবং মিডিল ইনকাম গ্রুপ ২।

মিডল ইনকাম গ্রুপ ১ অনুযায়ী, কোনো ব্যক্তির আয় যদি বছরে ৬ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হয়। তাহলে তিনি এই গ্রুপের মধ্যে দিয়ে আবেদনযোগ্য।

আর মিডিল ইনকাম গ্রুপ ২ অনুযায়ী, আপনার বার্ষিক আয় হতে হবে ১২ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে। তাহলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য।

কারা কারা এই সুবিধা পাবেন না?

নিয়ম অনুযায়ী যাদের বার্ষিক আয় ১৮ লক্ষ টাকার উপরে তারা এই সুবিধা পাবেন না।

এছাড়াও যারা সরকারি বা বড় কোন বেসরকারি অফিসে উচ্চপদে চাকরি করেন তারাও আবেদন করতে পারবেন না।

শেষ শর্তটি হল, যে সমস্ত ব্যক্তি সরকারকে নির্ধারিত ট্যাক্স বা কর দিয়ে থাকেন তারাও এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *