নিম্নচাপের ভয়ঙ্কর হুঁশিয়ারি! শেষমেষ দক্ষিণবঙ্গের খরা কাটলো বলে!

Title: নিম্নচাপের ভয়ঙ্কর হুঁশিয়ারি! শেষমেষ দক্ষিণবঙ্গের খরা কাটলো বলে! এদিন থেকেই বৃষ্টির লক্ষ্মীযোগ!

Focus:

নিম্নচাপের ভয়ঙ্কর
হুঁশিয়ারি!

শেষমেষ দক্ষিণবঙ্গের
খরা কাটলো বলে!

এদিন থেকেই
বৃষ্টির লক্ষ্মীযোগ!

ভেসে যাবে
দক্ষিণের প্রতিটি জেলা

কয়েকদিনের মধ্যেই
আবহাওয়ার আমূল পরিবর্তন!

ওয়েদারের মেগা রিপোর্ট
জারি করল হাওয়া অফিস!

Body:

আষাঢ় মাস ঢুকে গেছে প্রায় ১০ দিন হতে চলল। এদিকে জুন মাসেরও সময় ফুরালো বলে! কিন্তু বর্ষা ঢোকার নাম নেই। দক্ষিণবঙ্গের এখন শুধু হা-হুতাশ করা এবং দিনগোনা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গে বর্ষার আগমন হয়ে গিয়েছে। কিন্ত বর্ষার আগমন হলে বর্ষার ঝোড়ো ইনিংস কই? মানুষের মনে সৃষ্টি হয়েছে বিরাট বিভ্রান্তি। উঠে আসছে একের পর এক প্রশ্ন। আর কতদিন সহ্য করতে হবে এই গরম? কবে শান্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের মাটি? এই সব কিছুর উত্তর দিলো আলিপুর আবহাওয়া দপ্তর।

সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গবাসীর জন্য সুখবর জানিয়েছে। সেই অনুযায়ী জানা যাচ্ছে জুলাই মাসেই দক্ষিণবঙ্গের এই খরা কেটে যাবে। খরা কেটে গিয়ে টানা বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের তরফ থেকে আগেই জানানো হয় দক্ষিণবঙ্গে চলতি মাসে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে নামমাত্র বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির টি-টোয়েন্টি চলছে। মাঝেমধ্যেই সেখানে ধ্বস নামার মতো পরিস্থিতিও তৈরি হতে দেখা যায়। পরিসংখ্যান থেকেও জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে ৭২ শতাংশ। বিশেষ করে কলকাতাতে ৮৬ শতাংশ এবং মুর্শিদাবাদ ৮৪ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে ৬৪% অতিবৃষ্টিতে। তার কারণ রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি মূলত উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে। এরফলে বঙ্গোপসাগর থেকে যত জলীয় বাষ্প আসছে তা উত্তরবঙ্গের দিকে বয়ে যাচ্ছে। তার উপর দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দূর্বল হয়ে পড়ার কারণে প্রায়দিন ছিটেফোঁটা বৃষ্টির হতে দেখা যায়। কিন্তু জুন মাসে বৃষ্টির এই ঘাটতি পূরণ হবে জুলাই মাসে।

কিন্তু আপাতত জুনে অর্থাৎ এই সপ্তাহে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির কোন রকমের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মেঘলা আকাশ এবং ভ্যাপসা গরমের মত পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার অর্থাৎ ২৫ শে জুন বৃষ্টির ক্ষীন সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেওর বৃষ্টি হতে পারে। তবে কলকাতাতে এখনই বৃষ্টি হচ্ছে না। বুধবার থেকে এই বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ফের বৃষ্টি কমতে পারে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়াবিদরা।

অন্যদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি সম্ভাবনা জারি করা হয়েছে আগামী ৪ থেকে ৫ দিন। এমনকি কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *