ট্রেনে ফোন কিংবা মানিব্যাগ হারিয়ে গেছে! নো চিন্তা!

Title: ট্রেনে ফোন কিংবা মানিব্যাগ হারিয়ে গেছে! নো চিন্তা! আপনার বাড়িতে এসে দিয়ে যাবে লোকেরা! তার জন্য করতে এই ছোট্ট কাজ!

Focus:

ট্রেনে ফোন কিংবা
মানিব্যাগ হারিয়ে গেছে!

নো চিন্তা!

আপনার বাড়িতে এসে
দিয়ে যাবে লোকেরা!

তার জন্য করতে
হবে এই ছোট্ট কাজ!

সহজ উপায়
বাতলালো রেল দপ্তর!

Body:

কোথাও সফর করতে যাওয়া মানেই ডজন ডজন ব্যাগ, ফোন, চার্জার থেকে শুরু করে ক্যামেরা কি না থাকে। আর যদি সফরটা হয় ট্রেনে তাহলে তো অত ওজন মাপার বিষয় থাকে না। তাই যত ইচ্ছে পুঁটুলি বেঁধে নিয়ে যাওয়া যায়। আর এখানেই ঘটে অঘটন। এতো কিছু নিয়ে যাওয়ার চক্করে কিছু না কিছু ট্রেনে ভুলে চলে আসেন। আবার কিছু কিছু পাবলিক আছে যাদের ভুলে যাওয়ার রোগ থাকে। তাই ট্রেনে মাঝেমধ্যেই ফোন, পার্স, ক্যামেরা ফেলে দিয়ে আসেন। এর ফলে ঘটে বিপত্তি। কিন্তু এবার এই বিপদও হবে দূর। শুধু লাগেজ নয়ে কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। ট্রেনে কিছু হারিয়ে গেলেও তা সুস্থ সবল ভাবে আপনার হাতে চলে আসবে। তার জন্য চালু করা হয়েছে নতুন একটি ব্যবস্থা। আর এই ব্যবস্থাটির নাম হচ্ছে অপারেশন মিশন আমানত!

কি এই মিশন আমানত? দেখে নিন

আসলে ট্রেনে সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিম রেলওয়ের RPF অর্থাৎ রেলওয়ে প্রটেকশন ফোর্স ২৪ ঘন্টা কাজ করে। আর এবার আরপিএফ যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি তাদের লাগেজ ও জিনিসপত্র দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। মূলত এই মিশন আমানতের মাধ্যমে হারিয়ে যাওয়া জিনিস সহজেই ট্র্যাক করা যাবে। এতে করে যাত্রীদের ট্রেনে উঠে চিন্তা করতে হবে না। তার জন্য হারিয়ে যাওয়া সেই জিনিসটির বিবরণ সহ ফটো নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করতে হবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখান থেকে তার বিবরণ আপনার কাছে জানতে চাইবে। সঠিক সঠিক বিবরণ দিতে পারলেই আপনার হাতে তারা হারিয়ে যাওয়া জিনিসটি তুলে দেবেন।

আপনাদের জানিয়ে রাখি এই ব্যবস্থা কিন্তু আজকের নয়। অনেকদিন আগেই RPF এই ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যে অনেকেই এর দ্বারা নানাভাবে উপকৃত হয়েছেন।

কিভাবে মিশন আমানত কাজ করে দেখুন?

এই মিশন আমানতে আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের পর হারানো আইটেমটির বিভিন্ন তথ্য প্রদান করতে হবে। তথ্যগুলি কি কি-

প্রথমে যে জিনিসটি হারিয়ে গেছে তার এ টু জেড তথ্য জমা করতে হবে। অর্থাৎ তার দাম, আকার, রং, ব্র্যান্ড সমস্ত কিছুর উল্লেখ করতে হবে।

এছাড়াও কার দ্বারা জিনিসটি হারিয়েছে তার নামও জমা দিতে হবে।

এর পাশাপাশি যেদিন হারিয়েছে অর্থাৎ ভ্রমণের তারিখও জানাতে হবে।

এমনকি যে ট্রেনে হারিয়েছে সেই ট্রেনের নাম এবং যে স্টেশন থেকে ছাড়া হয়েছে তাও উল্লেখ করতে হবে।
শুধু তাই নয় ট্রেনের নম্বর পর্যন্ত জমা করা আবশ্যক।

একে একে সমস্ত বিবরণ জমা দেওয়ার পর আপনার জিনিসটি খোঁজা শুরু করবে। কিছুদিন পর হয়তো অফিস থেকে কল করে,,,, আপনার জিনিস আপনার হাতে দায়িত্বের সাথে তুলে দেওয়া হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *