লেজ গুটিয়ে পালাবে গরম! মাত্র দু ঘন্টায়, ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ৭ জেলায় বইবে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া

লেজ গুটিয়ে পালাবে গরম! মাত্র দু ঘন্টায়, ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ৭ জেলায় বইবে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া

লেজ গুটিয়ে পালাবে
গরম!

মাত্র দু ঘন্টায়,
ঝমঝমিয়ে নামবে বৃষ্টি!

৭ জেলায় বইবে
বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া!

কেমন থাকবে কলকাতা?
সামনে এলো লেটেস্ট ওয়েদার রিপোর্ট

বিগত দু সপ্তাহ ধরে চরচরিয়ে বাড়ছে গরমের পারদ। যা এক কথায় অসহনীয়। সকাল সাতটা থেকেই শুরু হয়ে যাচ্ছে, ৪০ ডিগ্রির অনুভূতি! বেলা গড়াতে গড়াতে অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবাসীদের একটাই প্রশ্ন কবে এই ভয়ঙ্কর দহনজ্বালা থেকে মুক্তির মিলবে? কবে ঝড়বে স্বস্তির বৃষ্টি? এইবার সেই নিয়েই লেটেস্ট আপডেট সামনে নিয়ে এলো আলিপুর হাওয়া অফিস। তবে যে খবর হাওয়া অফিস সূত্রে দেওয়া হয়েছে সেখানে দক্ষিণবঙ্গবাসীদের জন্য একেবারেই সুখবর নেই।

আলিপুর হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গে গরম আরো বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে গরম কমার কোনও চান্স নেই। বরং ভ্যাপসা এবং চামড়া জ্বালানো গরম আরো বাড়বে। আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সাংঘাতিক তাপপ্রবাহ শুরু হবে। বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রার পারদ তুঙ্গে উঠবে। এদিকে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বিশেষ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গরমের তাপমাত্রা কমার বিন্দুমাত্র সুযোগ নেই। বরং ছিটে ফোঁটা বৃষ্টির কারণে এইসব জায়গায় গরম আরো হুরমুরিয়ে বাড়বে।

এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দিনাজপুরের মতন জেলাগুলো ঝড়-বৃষ্টিতে ভেসে যাবে। এইসব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *