লক্ষ্মীর ভান্ডার শেষ! এবার শুরু এই নয়া প্রকল্প, তাক লাগাচ্ছে গোটা বাংলাকে
লক্ষ্মীর ভান্ডারের ম্যাজিক শেষ!
এবার শুরু এই নয়া প্রকল্প!
তাক লাগাচ্ছে
গোটা বাংলাকে!
বছরে বছরে পাবেন
ভালো অংকের টাকা!
কি নাম এই প্রকল্পের?
কাদের জন্য এই প্রকল্প?
না জানলেই নয়
লোকসভা ভোটে, বাংলায় তৃণমূল ভালো ফলাফল করতে না করতেই সুখবর শোনালো রাজ্যবাসীকে। রাজ্যের মানুষকে আরো বেশি করে সুযোগ সুবিধা পাইয়ে দিতে নিয়ে এলো আরো বড় প্রকল্প। এতদিন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী বাংলার মানুষের মনের মনিকোঠায় জায়গা করেছিল। কিন্তু এবার এই সবকে ছাপিয়ে গিয়ে আরো বড় প্রকল্পের পরিষেবা নিয়ে এলো রাজ্য সরকার। এবার যে প্রকল্পটি নিয়ে এসেছে সেই প্রকল্পের হাত ধরে বাংলার দরিদ্র পরিবারের সন্তানদের মুখে হাসি ফুটবে। এবারের প্রকল্পের নাম হল মেধাশ্রী প্রকল্প। গরীব, দুস্থ, মেধাবী পড়ুয়াদের জন্য এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী।
দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা যাতে অর্থের অভাবে মেধাকে বিসর্জন না দেয় সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা।
এই প্রকল্পের আওতায় আসতে হলে কি কি যোগ্যতা লাগবে?
এই প্রকল্পের আওতায় আসতে গেলে আবেদনকারীকে অবশ্যই সবার প্রথমে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীকে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে। যদি আবেদনকারী রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপ এর পরিষেবা পেয়ে থাকে তাহলে এই প্রকল্পে আর আবেদন করতে পারবে না।
যারা যারা এই প্রকল্পে আবেদন করবে তাদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকা অথবা তার কম।
আবেদনকারীকে একইসঙ্গে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে। সাধারণ অর্থাৎ জেনারেল সম্প্রদায়ের হলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
এটি মূলত একটি শিক্ষামূলক বৃত্তি। এই প্রকল্পের আওতায় থাকা সকল পড়ুয়াদের বছরে ৮০০ টাকা করে দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে?
এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে নিকটস্থ সাইবার ক্যাফেতে যেতে হবে। অথবা চাইলে ফোন থেকেও আবেদন করতে পারে। এর জন্য যেতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে। সেখানে গেলেই আবেদনের যাবতীয় প্রক্রিয়া এবং রুলস রেগুলেশন দেখতে পাবে।
যারা যারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে মনে করছেন তারা অতি শীঘ্রই এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করুন।
Leave a Reply