কে এই চিরাগ পাসওয়ান? যাকে দেখেই টাসকি খাচ্ছে ভারতের তরুণীরা!
কে এই চিরাগ পাসওয়ান?
যাকে দেখেই টাসকি খাচ্ছে
ভারতের তরুণীরা!
কারো মতে এই চিরাগই নাকি
সবচেয়ে হ্যাণ্ডসাম সাংসদ!
রূপে গুনে দশগোল দেবে
হৃত্বিক রোশনকেও!
বলিউড হিরোদের থেকে
কম কিছু নয়!
দেখুন
সদ্য প্রকাশ্যে এসেছে ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের রেজাল্ট। এই ফলাফলের মধ্য দিয়ে সামনে এসেছে নতুন সাংসদদের তালিকা। তবে তালিকা সামনে আসতেই সবথেকে বেশি হাঙ্গামা মাচিয়েছে, বিহারের নব নির্বাচিত সাংসদ চিরাগ পাসওয়ান। ২০২৪ এর ভোটে একেবারে নতুন মুখ চিরাগ। দেখতে হ্যান্ডসাম। এককথায় অনবদ্য। এক ঝলক দেখলে বুঝতেই পারবেন না তিনি সাংসদ নাকি বলিউড ইন্ডাস্ট্রির কোনও হিরো। দেখতে একেবারে নায়কসুলভ চেহারা। ধবধবে ফর্সা গায়ের রং মাচো বডি বিল্ডিং, সব মিলিয়ে একেবারে হিরোওয়ালা প্যাকেজ। সামাজিক মাধ্যমে বেশ ফ্যান ফলোয়ার রয়েছে এই যুব সাংসদের। বর্তমানের প্রজন্মের তরুণীদের কাছে ক্রাশ হিসেবে পরিগণিত হচ্ছেন চিরাগ।
চব্বিশের লোকসভা ভোটে, চিরাগ নবীন প্রজন্মের রাজনীতিকদের মধ্যে একজন। বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৫৩ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ। লোকসভা ভোটে, যুবনেতা চিরাগ ৬ লক্ষেরও বেশি ভোটে জিতেছেন। তবে রাজনীতির ময়দানে আসার আগে বিনোদন জগতেও ভাগ্য পরীক্ষা করেছেন এই যুব নেতা।
আজ থেকে প্রায় এক দশক আগে বলিউডে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন তিনি। ২০১১ সালে __ মিলে না মিলে হাম __ নামক একটি সিনেমায়, কঙ্গনার বিপরীতে অভিষেক হয় চিরাগ পাসওয়ানের। তবে সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেন। মুক্তির পরপরই বক্স অফিসের মুখ থুবড়ে পড়ে যায়। সেই কারণেই আর সিনেমা মুখী হননি বিহারের এই যুবক সংসদ। এরপর সোজা উত্তরাধিকারীসূত্রে রাজনীতিতেই নাম লেখান তিনি। অবশ্য কাকতালীয়ভাবে এখন রাজনীতিতেও তার জীবনের প্রথম নায়িকা কঙ্গনার সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে তার। সম্প্রতি কঙ্গনার চড় কাণ্ডের পর দুজনের সাক্ষাৎ হয়েছে সংসদ ভবনের বাইরে।
Leave a Reply