একজন সাংসদের স্যালারি কত টাকা হয় জানেন?
কি কি সুযোগ সুবিধা হয় একজন এম পি’কে?
একজন সাংসদের স্যালারি
কত টাকা হয় জানেন?
কি কি সুযোগ সুবিধা হয়
একজন এম পি’কে?
জানুন বিস্তারিত
আমাদের দেশ কেমন চলবে? দেশের শিক্ষা ব্যবস্থা এবং আয় উন্নতি, কতটা প্রসারিত হবে এই সমস্ত কিছু লোকসভায় বসে নির্ধারণ করেন একজন সাংসদ। সহজভাবে বললে সাংসদরা হলেন দেশ পরিচালক। দেশের সাধারণ মানুষের কথা বিচার বিবেচনা করে সঠিক ফেসলা ঠিক করেন একজন দায়িত্বরত সাংসদ। সংসদে বসে সাংসদীয় কার্য পরিচালনা করা,,, এটাও এক প্রকার পেশা। এর জন্য সাংসদেরা বেতন পেয়ে থাকেন। লোকসভা ভোটে যারা যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে স্যালারি ব্যবস্থা।
সাংসদদের বেতন কত হয় দেখুন –
একজন সাংসদের বেতন প্রায় ১ লক্ষ টাকার মতন হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা হলো বেসিক পে। এছাড়াও রয়েছে একাধিক ভাতার ব্যবস্থা। সংসদে যোগ দিলে ভাতা দেওয়া হয়। এছাড়াও যে সমস্ত বেতন এমপিদের দেওয়া হয়ে থাকে সেগুলো নির্ধারিত সময়ে সময়ে বাড়ানো হয়।
যাতায়াতের খরচ –
এক সাংসদকে সংসদীয় যাবতীয় কার্য প্রণালী পরিচালনার জন্য যা যা খরচ লাগে তার সমস্তটাই দেওয়া হয়।
যেমন, কোনও সাংসদ, সড়কপথে যাতায়াত করেন, তাহলে তিনি প্রতি কিলোমিটারে ১৬ টাকা করে পাবেন।
আর যদি কেউ, ট্রেনে করে যাতায়াত করতে চান, সেক্ষেত্রে তিনি একটি এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাস এসি পাস পাবেন।
একই ভাবে, বিমানের ক্ষেত্রে যে কোনও বিমান সংস্থার one and one fourth বিমান ভাড়া পেয়ে যাবেন।
সাংসদের পরিবারের জন্য ও সুযোগ সুবিধা –
শুধুমাত্র সাংসদরাই নন। সাংসদদের সাথে সাথে তাদের পরিবারের সদস্যরাও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন।
Leave a Reply