পাশে নেই অভিষেক? মেয়ে আরাধ্যার ভবিষ্যৎ নিয়ে
কী বললেন ঐশ্বর্য?
পাশে নেই অভিষেক?
মেয়ে আরাধ্যার ভবিষ্যৎ নিয়ে
কী বললেন ঐশ্বর্য?
কি করবেন
আরাধ্যার সাথে?
জানুন
দেখতে দেখতে চোখের নিমেষে বড় হয়ে গেল ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। একেবারে ছোট্ট থেকেই বাবা মায়ের মতন লাইন লাইটে রয়েছেন বচ্চন পরিবারের একরত্তি। লাইন লাইটে থাকবে নাই বা কেন বলুন তো? বাবা মা এত বড় সেলিব্রেটি সন্তান হিসেবে তারও যথেষ্ট কদর রয়েছে। তবে বর্তমানে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসছে ঐশ্বর্য এবং তার কন্যা আরাধ্যা। বিশেষ করে বচ্চন পরিবারের অন্দরমহলের কোন্দলের কারণে এই দুজনের নাম বারে বারে উঠে আসছে।
সম্প্রতি মেয়ে আরাধ্যার সঙ্গে কান ফেস্টিবলে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। বর্তমানে যেখানেই যান মেয়েকে নিয়ে যান। মেয়েকে দু দন্ড কাছ ছাড়া করেন না রাই সুন্দরী। সেই নিয়েও বিস্তর কাঁটা ছেড়া নেট মাধ্যমে। কত কথাই না রটিয়েছেন নিন্দুকেরা। কারো মতে বাবা অভিষেক থেকে মেয়েকে কেড়ে নিয়েছেন বচ্চন পুত্র বধূ। বাবার কাছে নাকি যেতেই দেন না আরাধ্যকে। কারো কারো মতে স্বামীকে জব্দ করতেই নাকি মেয়েকে হাতিয়ার করেছেন বচ্চন ঘরনী।
সম্প্রতি এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে বসে উঠেছেন ঐশ্বর্য রাই। মেয়ের বিষয়ে কোনও কু কথা তিনি কানে নেবেন না একেবারে সব জানিয়ে দিয়েছেন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মেয়ে আরাধ্যাই তার জীবন। মেয়ে আরাধ্যাই এখন তার সবকিছু। তারা আত্মা। তার স্বপ্ন। মেয়েকে নিয়েই তিনি বেঁচে আছেন। মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত এবং সুরক্ষিত করতে তিনি বদ্ধপরিকর।
মেয়েকে নিয়ে শুধুমাত্র ঐশ্বর্যই নয় বহু আগে মুখ খুলে ছিলেন অভিষেক বচ্চনও। এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন তিনি পাবলিক ফিগার তাই নেটিজেনদের মন্তব্য তিনি সহ্য করলেও তার মেয়ে করবে না।
Leave a Reply