দুপুরে খাবার অর্ডার করবেন না, পোড়া গরমে আর্জি জমেটোর! কাতর অনুরোধ গ্রাহকদের কাছে

দুপুরে খাবার অর্ডার করবেন না, পোড়া গরমে আর্জি জমেটোর! কাতর অনুরোধ গ্রাহকদের কাছে

দুপুরে খাবার অর্ডার করবেন না,
পোড়া গরমে আর্জি জমেটোর!

কাতর অনুরোধ
গ্রাহকদের কাছে!

দুপুরবেলা তপ্ত গরমে খাবার অর্ডার করবেন না। একেবারে সরাসরি গ্রাহকদের কাছে এমন অনুরোধ করলেন খাবার ডেলিভারি সংস্থা জমেটো। ভয়ংকর গরমে ডেলিভারি বয়দের কথা মাথায় রেখে এমন আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

জমেটো তাদের এক্স হ্যান্ডেল বার্তা দিয়েছে

‘অনুগ্রহ করে দুপুরের দিকে খাবার অর্ডার করবেন না। একান্ত প্রয়োজন না হলে এটা এড়িয়ে চলুন।’

আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে ব্যাপক গরম পড়ছে। বিশেষ করে উত্তর ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরমের পারদ। ঝড় বৃষ্টির মৌসুম থাকা সত্ত্বেও ঝড় বৃষ্টির দেখা নেই। আর বিশেষ করে দুপুর বেলা তো গরমের পারদ যেন একেবারে তুঙ্গে উঠে যায়। ভয়ংকর এই গরমে হিট স্ট্রোক, সান স্ট্রোকের মতন সমস্যাও দেখা যাচ্ছে অধিক। আর এমন গরমে ডেলিভারি বয়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দুপুরবেলার এই হিট টাইমে খাবার ডেলিভারি বন্ধ রাখতে চাইছে জমেটো।

জমেটোর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ লিখেছেন ডেলিভারি বয়দের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আবার কেউ কেউ লিখছেন দুপুরবেলা কি তাহলে না খেয়ে থাকতে হবে? আবার অনেকেই জমেটোকে কটাক্ষ করে বলছেন মধ্যাহ্ন ভোজ এর জন্য এবার অন্য ব্যবস্থা করতে হবে।

সব মিলিয়ে জমেটোকে কেন্দ্র করে এখন নানা মুনির নানা মত চলছে সামাজিক মাধ্যমে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *