ভোটের কালি থেকে ক্যান্সার ছড়াতে পারে কি? ভোটের কালি কি চামড়ার ক্ষতি করে?

ভোটের কালি থেকে ক্যান্সার ছড়াতে পারে কি? ভোটের কালি কি চামড়ার ক্ষতি করে?

ভোটের কালি থেকে ক্যান্সার
ছড়াতে পারে কি?

ভোটের কালি কি
চামড়ার ক্ষতি করে?

কি বলছে বিজ্ঞান?
দেখুন

ভোট দেওয়ার পর প্রত্যেক ভোটারের আঙ্গুলে কালি লাগিয়ে দেওয়া হয়। আমাদের ভারতবর্ষ সহ বিশ্বের ২৫ টি দেশে এই প্রথা অনুসরণ করা হয়। ভোট দেয়ার পরে ফুটোরের নির্দিষ্ট একটি আঙ্গুলে লম্বা করে এই কালির দাগ এঁকে দেওয়া হয়। ভোটারদের আঙুলে যে কালির দাগ দেওয়া হয় তা অত্যন্ত শক্তিশালী। সহজে মোছে না। সাবান জলেও থাকে সম্পূর্ন অক্ষত। অনেকেরই প্রশ্ন থাকে এই কালি কিভাবে তৈরি হয়? যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে।

ভোটের কালি কিভাবে তৈরি হয় তা সুরক্ষার খাতিরে কখনো প্রকাশ করা হয় না। ভারতের দায়িত্বরত দুটি সংস্থা ভোটের কালি তৈরি করে। তবে কি কি উপাদান দিয়ে এই কালি তৈরি করা হয় তা এখনো অজানা। তবে দুটি উপাদান সম্পর্কে জানা গিয়েছে। একটি হল সিলভার নাইট্রেট এবং অপরটি হল অ্যালকোহল।

সিলভার নাইট্রেট একটি রাসায়নিক যৌগ। একটি নাইট্রোজেন এবং তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে এই যৌগটি গঠিত। সাধারণত এই যৌগ পরিবেশের জন্য ক্ষতিকারক। সিলভার নাইট্রেট এর প্রতিক্রিয়া বিস্ফোরক ধরনের হয়। এই যৌগের প্রকৃতি হল বিষাক্ত এবং ক্ষয়কারী। দীর্ঘক্ষণ ধরে এই যৌগের সংস্পর্শে থাকলে চোখের এবং নাকের ক্ষতি হতে পারে। বর্তমানে বিভিন্ন গোপন রোগের ক্ষেত্রে এই যৌগ ব্যবহৃত হয়। এটি চামড়ার জন্য ক্ষতিকারক। তবে ভোটের কালি প্রস্তুত এর সময় এই
যৌগকে এমন ভাবে ব্যবহার করা হয় যাতে ভোটারদের হাতের এবং চামড়ার কোন প্রকার ক্ষতি না হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *