এসি ঘরে বসে, এই ১টি কাজ ভুলেও করবেন না! তাহলেই মারাত্মক সর্বনাশ
এসি ঘরে বসে,
এই ১টি কাজ ভুলেও করবেন না!
তাহলেই মারাত্মক
সর্বনাশ!
মৃত্যু পর্যন্ত হতে পারে!
এই কাজটি কি
জেনে রাখুন
বর্তমানে ভয়ংকর গরমে এসি একমাত্র ভরসা। প্রায় প্রত্যেক বাড়িতেই আজকাল এসি দেখা যায়। কিন্তু এসি তো চালাচ্ছেন ঠিকই, জানা আছে এসি রুমে বসে কোন কোন কাজ করা যায় আর কোন কোন কাজ করা যায় না? বেশিরভাগ এসি চালকদের এই ধারণা নেই। অধিকাংশ মানুষই মনে করেন এসি চালিয়ে রুমের ভিতরে যা খুশি তাই করা যায়। কিন্তু না এসি চালিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন না।
এসি চালিয়ে একটি কাজ ভুলেও করবেন না। গবেষণায় বারবার বলা হয়েছে এসি ঘরে বসে আপনি আর যাই করুন একটি কাজ অন্তত ভুলেও করবেন না। আর এই নিষিদ্ধ কাজটি হল এসি ঘরে বসে সুখ টান। অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে, ধুম্রপান। অনেকেই এসি ঘরে বসে মনের সুখে ধূম্র পান করেন। মনের সুখে ঠান্ডা বাতাসে পা দোলাতে দোলাতে সুখ টান দেন। গবেষণায় দেখা গিয়েছে এই সি ঘরে বসে ধুম্রপান শরীরের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনে। এসিতে বসে ধুম্র পান করলে হার্ট, মস্তিষ্ক ফুসফুস এবং কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি জোরালো হয়। সেই সঙ্গে বেড়ে যায় হিট স্ট্রোকের সম্ভাবনা। শুধু কি তাই??? এসি ঘরে বসে যারা ধুম্রপান করছেন না ,,,,,, তারাও যদি ধুম্রপান করা ব্যক্তির সঙ্গে এসি রুমে থাকেন,,,,, সেক্ষেত্রে,,,,,,,তাদেরও কিন্তু শরীরে মারাত্মক সর্বনাশ ঘটে যাচ্ছে। যা আপনারা খালি চোখে বুঝতে পারছেন না।
এসি ঘরে বসে ধুম্রপান করলে ধোঁয়া বাইরে বের হতে পারে না। এরপর সেই ধোঁয়া রুমের মধ্যে আবদ্ধ থেকে ফুসফুসের বারোটা বাজিয়ে দে। যদি দীর্ঘদিন ধরে এই অভ্যাস আপনারা রেখে দেন তাহলে খুব শীঘ্রই যম দুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর যদি মনে করেন নিজেকে সুস্থ সবল ভাবে বাঁচিয়ে রাখবেন তাহলে আজই এই অভ্যাস ছাড়ুন।
Leave a Reply