প্রয়োজনের বেশি লিচু খেলেই হতে পারে মৃত্যু! দিনে কটা করে লিচু খাওয়া উচিত জানেন

প্রয়োজনের বেশি লিচু খেলেই হতে পারে মৃত্যু! দিনে কটা করে লিচু খাওয়া উচিত জানেন

প্রয়োজনের বেশি লিচু খেলেই
হতে পারে মৃত্যু!

দিনে কটা করে
লিচু খাওয়া উচিত জানেন?

একসঙ্গে কতগুলো লিচু
খেলে আপনি মারা যেতে পারেন?

ঝটপট জেনে নিন

গরমকালের অত্যন্ত সুস্বাদু ফল হিসেবে লিচুর জুড়ি মেলা ভার। লিচু যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর ফল। লিচুতে থাকে ভরপুর ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গরমকালে এই ফল খেলে নানা রকম শরীর খারাপ দূরে থাকে। কিন্তু এই ফল যতটা সুস্বাদু এবং উপকারে ঠিক ততটাই বিপদজনক। অনেকেই লোভে পড়ে টক টক করে অনেকগুলো লিচু খেয়ে ফেলেন। এটা কিন্তু একেবারেই ভালো নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর রিপোর্ট অনুযায়ী লিচুতে মিথিলিন সাইক্লো প্রোপাইল গ্লাইসিন নামক এক ধরনের ভয়ংকর টক্সিন থাকে। যা একজন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে।

এই টক্সিন এর হাত থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা লিচু খাওয়ার বেশ কিছু বিধি নিষেধ জানিয়েছেন

যেমন বিশেষজ্ঞরা বলছেন লিচু কখনো খালি পেটে খাবেন না। আর যদি খালি পেটে খেয়েও থাকেন তাহলে একসঙ্গে পাঁচটির বেশি লিচু খাবেন না। এর বেশি খেলে, লিচুতে থাকা বিষাক্ত উপাদান শরীরের সুগারের মাত্রাকে দ্রুত কমিয়ে দেয়। যার ফলে রোগীর বমি মৃগী এবং খিচুনিসহ রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারে।

এছাড়াও যে সমস্ত মানুষ বিভিন্ন রোগের ওষুধ খান তারা অবশ্যই লিচু খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন।

আজ থেকে বিগত কিছু বছর আগেও বিহারে লিচু খেয়ে ব্যাপক মানুষ মারা গিয়েছিলেন। তবে লিচুর বিষ থেকে বাঁচার একটাই রাস্তা সেটা হল সঠিক পরিমাণে ভেবেচিন্তে লিচু খাওয়া।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *