বউবাজারে কিনতে পাওয়া যাচ্ছে বউ!

Title: বউবাজারে কিনতে পাওয়া যাচ্ছে বউ! টাকার বিনিময়ে মিলছে লাল টুকটুকে বউ!

Focus:

বউবাজারে কিনতে
পাওয়া যাচ্ছে বউ!

টাকার বিনিময়ে মিলছে
লাল টুকটুকে বউ!

রোগা,মোটা, লম্বা বেটে
যেমনটা চাইবেন তেমনটাই পাবেন!

দেখাদেখি একেবারে ফ্রী!
কিনতে গেলে খরচ করতে
হবে নামমাত্র টাকা

বউ কিনে সব কিছু
করতে পারবেন!

বৌবাজারের কোথায়
পাওয়া যাচ্ছে এই পরিষেবা?
এর খরচই বা কেমন

দেখুন

Body:

আজকাল বউদের বড়ই অভাব! ছেলেরা বিয়ে করতে চাইলেও বিয়ে করা হয়ে ওঠছে না। কারণ বউ চাইলেই তো আর পাওয়া যায় না? তাই না! এদিকে বিয়ে না করে বুড়ো হয়ে যাবার বয়স হয়ে যাচ্ছে। আবার আজকাল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও মনের মত বউ পাওয়া যায় না। আচ্ছা যদি কেমন হতো রাস্তাঘাটে বউ বিক্রি হত। একদম আলু পটলের মত ঢেলে ঢেলে! কি শুনে সিঙ্গেল ছেলেদের মনে ঢাক ঢোল পেটা শুরু হয়ে গিয়েছে। এখন থেকে চাইলে আপনারাও বউকে নিয়ে ডিনার ডেটে যেতে পারবেন, ফেসবুকে ম্যারেড বলে স্ট্যাটাস লাগাতে পারবেন। এমনকি চাইলেও দু বাচ্চার বাবাও হতে পারবেন। শুধু খসাতে হবে কিছু ক্যাশ! এরপর আপনার মনের মত বউ কিনে নিতে পারবেন। কি চাই কালো নাকি ফর্সা, রোগা নাকি মোটা। রয়েছে সব রকমের বউ। শুধু যান, টাকা ফেলুন আর পছন্দ করে নিয়ে আসুন।

আর এমন বউয়ের পরিষেবা পেতে হলে যেতে হবে বউবাজারে। না না তবে কলকাতার বউবাজার নয়! সুদূর বুলগেরিয়ার বউবাজারে। বউবাজারে চালু রয়েছে A wife is available for purchase এর ব্যবসা। বুলগেরিয়ার স্তার জাগরের কাছেই অবস্থিত এই বউবাজার। এমন সুযোগ-সুবিধা আর কোথাও পাবেন না। ছেলেরা পরিবারের সাথে এখানে বউ দেখতে যা,,,,,,,তারপর পছন্দ হলেই বউ কিনে নেন। বিষয়টা শুনে কেমন অবাক লাগছে তাই না। তবে অবাক হলেও বিষয়টি একদমই সত্যি। এখানে মেয়ের পরিবারের লোকেরা তাদের নিয়ে বাজারে বসে থাকেন। এরপর ছেলেসহ তাদের পরিবার এখানে মেয়ে দেখতে আসেন। মেয়ে পছন্দ হলে তারা জিনিসপত্রের মতো দামাদামি করেন। মেয়ের পরিবার যদি সেই অর্থে খুশি হয়ে যান। ব্যাস মেয়েটি হয়ে গেলো ওই পুরুষের বউ। তবে এই বাজারে একমাত্র গরিব পরিবারের মেয়েরাই জায়গা পেয়ে থাকেন। কোন বড়লোকের পরিবারের মেয়েদের জায়গা এখানে নেই। কারণ তা নিয়মের বিরুদ্ধে। আসলে যারা আর্থিক দিক থেকে দুর্বল। মেয়ের বিয়ে দেওয়ার তেমন সামর্থ্য নেই তাদের জন্যই এমন ব্যবস্থা। তথ্যসূত্রে জানা গিয়েছে বুলগেরিয়ায় বহু বছর ধরে এমন প্রথা চালু হয়ে আসছে। কিন্তু মেয়েটি শুধু গরীব পরিবারের থেকে হতে হবে তা নয়। সাথে কুমারী এবং পরিবার কালাইদঝি সম্প্রদায় হওয়া আবশ্যক। মেয়েটির মধ্যে এই তিনটি জিনিস থাকলেই বাজারে নাকি দর ওঠে। এমনটাই শোনা যায়। তবে যারা মনে করছেন বউকে নিয়ে এসে যা ইচ্ছে করবেন। তাহলে জানিয়ে রাখি সেই ধারণা ভুল। কারণ নিয়ম অনুসারে প্রথমত বউকে স্ত্রী এর মর্যাদা দিতে হবে। এবং বাড়িতে তার জায়গা সঠিকভাবে দেখিয়ে দিতে হবে। কোনমতেই তাকে হেও করা কিংবা অত্যাচার করা চলবে না। নইলে আপনাকেই শাস্তি ভোগ করতে হতে পারে। বুলগেরিয়ার এমন প্রথাকে সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আপনিও কি বউ কিনতে চান? তাহলে চলে যান বুলগেরিয়ায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *