কোয়েলের জীবনের বড় ভিলেন কি তাহলে রঞ্জিত মল্লিক? বাবার কারণেই কি জিতের সঙ্গে গাঁটছাড়া বাধতে পারেননি নায়িকা?
কোয়েলের জীবনের
বড় ভিলেন কি তাহলে রঞ্জিত মল্লিক?
বাবার কারণেই কি
জিতের সঙ্গে গাঁটছাড়া বাধতে পারেননি
নায়িকা?
কোয়েল জিতের ব্রেকআপের
জন্য কি তবে মিস্টার মল্লিক দায়ী?
জানুন আসল সত্য
৯০ দশকে টলিউডের সবচেয়ে আলোচিত জুটি জিৎ এবং কোয়েল। এই জুটির নাম দিয়েছিল জিকো। সেই সময় ইন্ডাস্ট্রিতে জিৎ এবং কোয়েলের রাজত্ব চলছিল। এই জুটির কাছে সেই সময় পাত্তা পেত না অন্য কোন জুটি। এই জুটির জনপ্রিয়তা আজও অটুট। জিৎ এবং কোয়েল এদের দুজনকে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক কথাই শোনা যেত। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জিত এবং কোয়েলের গোপন প্রেমের সম্পর্ক।
পর্দায় এই দুই তারকার মেল বন্ধন এতটাই সাবলীল এবং সুন্দর দেখাত যে অনুরাগীদের মনে কৌতুহল জাগত এদের নিয়ে। জিৎ এবং কোয়েলের ভক্তমহল থেকে শোনা যেত এই দুই তারকার মধ্যে নাকি গভীর সম্পর্ক রয়েছে। অনেকে আবার এমনটাও বলতেন দুজনের মধ্যে নাকি গোপনে গোপনে ঘনিষ্ঠতাও রয়েছে। সেই সময় লোকে মুখে ঘুরে বেড়াতো কোয়েলের কারণেই এক সময় জিৎ এবং স্বস্তিকার সম্পর্ক তলানিতে ঠেকে এবং একপর্যায়ে তা ভেঙে যায়। কোয়েলের আগে জিতের সঙ্গে নাম জড়িয়ে ছিল স্বস্তিকার। কিন্তু কোয়েল মল্লিক আসার পর স্বস্তিকার জায়গা ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। কেউ কেউ আবার এমনটাও বলেন জিতকে হারানোর যন্ত্রণায় বড় পর্দা থেকে বিদায় নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি জিৎ কোয়েল এবং স্বস্তিকার কাউকেই। এই তিন তারকাই বরাবরই এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন।
তবে এই তিন তারকার কেউ কিছু না বললেও টলিপাড়ার আনাচে-কানাচে অনেক কথায় ভেসে বেড়ায়। কারো কারো মতে রঞ্জিত মল্লিকের কারণেই নাকি জিৎ এবং কোয়েল একত্র হতে পারেননি। বাবার সুনাম রক্ষা করতে গিয়েই নাকি কোয়েল মল্লিক জিতের সঙ্গে সংসার করেননি। বাবার মান মর্যাদা বাড়াতে গিয়েই পরিচালক নিষপাল সিংকেই নাকি মন দেন কোয়েল। এই কারণে অনেকেই রঞ্জিত মল্লিককে কোয়েলের জীবনে ভিলেন হিসেবেও দাবি করেন।
আসলে ইন্ডাস্ট্রিতে তারকাদের নামে অনেক কিছুই রটে তার কিছুটা বটে আর কিছুটা নাও বটে। ফলস্বরূপ জিৎ এবং কোয়েলের সম্পর্ক নিয়ে নানা রকম মুখরোচক গাল গল্প শোনা গেলেও তার কতটা সত্যি এবং কতটা মিথ্যা তা এখনো অজানা। আদৌ কি জিৎ এবং কোয়েলের সম্পর্ক ছিল? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান
Leave a Reply