জুনেই ৪ রাশির কপালে ঘোর বিপদ! আপনাদের জীবনে, নেমে আসতে পারে চরম অন্ধকার
জুনেই ৪ রাশির কপালে
ঘোর বিপদ!
আপনাদের জীবনে, নেমে
আসতে পারে চরম অন্ধকার!
ছারখার হবে
গোটা জীবন!
আপনাদের উপর মারাত্মক
অসন্তুষ্ট হবেন ভাগ্য দেবতা!
তালিকায় রয়েছে
কোন চার অভাগা রাশি?
দেখুন
জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেক মাসে মাসেই রাশি নক্ষত্র এবং গ্রহের পরিবর্তন ঘটে। এদের ট্রানজিটে নানার রকমের পরিবর্তন সাধিত হয়। ঠিক তেমনই আসন্ন জুন মাসেও রাশি নক্ষত্র এবং গ্রহের বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। যার ফলে প্রভাব পড়বে বিভিন্ন রাশির ওপর। তবে জুন মাসে চারটি রাশির ওপর অশুভ প্রভাব নেমে আসতে চলেছে। চারটি রাশির ভাগ্যে উথাল পাতাল শুরু হবে। একসঙ্গে চারটি রাশির ভাগ্য রেখায় লাল দাগ পড়তে চলেছে। তালিকায় কোন চারটি রাশি রয়েছে দেখুন
তালিকার শুরুতেই রয়েছে মিথুন রাশি
জুন মাস আপনাদের জন্য একেবারেই শুভ হতে যাচ্ছে না। জুন মাস আপনাদের জন্য ভোগান্তির মাস হয়ে উঠবে। এই মাসে আপনাদের হাতে অর্ধ ভাগ্য খুব একটা ভালো থাকবেনা। আপনাদের প্রতি পদে পদে পরীক্ষা দিতে হবে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুলা রাশি
জুন মাসে আপনাদের রাশি ট্রানজিটে বুধের পরিবর্তন ঘটবে। এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আরও বিশেষ নজর দিতে হবে। পরিবারের ঝুট ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার প্রভাব দেখা যাচ্ছে।
তালিকার তিন নম্বরে রয়েছে বৃশ্চিক রাশি
আপনার ভাগ্য রেখা তো লাল দাগের আশঙ্কা দেখা যাচ্ছে। জুন মাস আপনাদের খুব একটা সঙ্গ দেবে না। এই মাসে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়তে পারে। এই মাসটিতে আপনারা একটু ভেবেচিন্তে পরিকল্পনা করুন। চেষ্টা করুন তৃতীয় ব্যক্তির সাথে বাক-বিতণ্ডায় না জড়ানোর।
তালিকার চার নম্বরের রয়েছে ধনু রাশি
জুন মাসের শুরুর পনেরোটা দিন আপনাদের জন্য অনেকটাই নেতিবাচক প্রভাব বয়ে আনবে। আপনারা চেষ্টা করুন জুন মাসের শুরুতে ভেবেচিন্তে বিনিয়োগ করার। এই সময়টা ধৈর্য ধরে নিন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। মানসিক চাপ নেবেন না।
Leave a Reply