ঐশ্বর্য রায়ের এক্স বয়ফ্রেন্ড,বাড়িতে গরু পুষছেন! একসময় তিনি ছিলেন বলিউডের নামজাদা অভিনেতা
ঐশ্বর্য রায়ের এক্স বয়ফ্রেন্ড,
বাড়িতে গরু পুষছেন!
একসময় তিনি ছিলেন
বলিউডের নামজাদা অভিনেতা!
দু হাতে কামিয়েছেন
কোটি কোটি টাকা!
অথচ আজ তিনি
গরু নিয়েই ব্যস্ত!
দেখুন বিস্তারিত
আজ যে অভিনেতার কথা বলব তিনি ছিলেন রাই সুন্দরীর প্রাক্তন বয়ফ্রেন্ড। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে একসময় চুটিয়ে করেছিলেন প্রেম। দুজনের প্রেমগাঁথা বলিউডে গোপন ছিল না। কিন্তু আজ তিনি গরু পালক। বলছি বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের কথা। ঐশ্বর্য রায়ের সঙ্গে তার সম্পর্ক একসময় বলিউডের সবথেকে চর্চিত বিষয় ছিল। দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কিছু কারণে ঐশ্বর্য এবং বিবেকের সম্পর্ক ভেঙে যায়। তবে বর্তমানে বিবেক ওবেরয় নিজের জীবনকে নিজের মতন গুছিয়ে নিয়েছেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালো রয়েছেন তিনি। সম্প্রতি নিজের জীবনের বেশ কিছু ঝলক প্রকাশ্যে এনেছেন।
যেখানে তিনি তার বসবাসের বিলাসবহুল বাড়ি ছবি সামনে এনেছেন। সেই সমস্ত ছবিগুলোতেই ধরা পড়েছে বিবেক অভিনয়ের লাগজারিয়াস বিলাসবহুল বাড়ির অন্দর মহল। যেখানে দেখা যাচ্ছে দামী দামী ঝাড়বাতি দেওয়ালে মা লক্ষ্মীর ছবি। এরপরেই সবচেয়ে বেশি নজর কেড়েছে যে বিষয়টি সেটি হল বিবেক অভিনয়ের পোষ্য। সাধারণত আমরা পরশু হিসেবে কুকুর বিড়াল পাখি মাছ এইসব রেখে থাকে। কিন্তু বিবেক অভিনয়ের পোষ্য একটি গরু।
বিশ্বাস না হলেও এটাই সত্যি। অভিনেতা পরশু হিসেবে একটি ছোট্ট গরু পুষছেন। এই প্রসঙ্গে তিনি জানান গরুর প্রতি তারা আলাদা একটা টান রয়েছে। ভারতীয় পশু হিসেবে গরু যথেষ্ট উপযুক্ত। গরু এবং গরুর গোয়ালঘর দুটোর গন্ধই অভিনেতার বেশ কাছের এবং ভালোলাগার। গরু পোষার মধ্য দিয়ে যে গ্রাম্য পরিবেশ তার বাড়িতে তৈরি হয়েছে সেটা তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন তার এই গরুটির নাম কামধেনু। গোটা বাড়িতেই নাকি তারই রাজত্ব চলে।
Leave a Reply