ফোনে ইচ্ছে মতন কভার লাগাচ্ছেন? জানেন? ফোনে কভার লাগানোর ক্ষেত্রে, বেশ কিছু নিয়ম রয়েছে
ফোনে ইচ্ছে মতন
কভার লাগাচ্ছেন?
জানেন?
ফোনে কভার লাগানোর
ক্ষেত্রে, বেশ কিছু নিয়ম রয়েছে!
যা না মানলেই, ফাটতে পারে
মোবাইলের ব্যাটারি!
ভুলেও না জেনে, না বুঝে
ফোনে কভার লাগাবেন না
জানুন সঠিক নিয়ম
আজকাল আমরা অধিকাংশ মানুষ এই মোবাইল ফোনে কভার লাগিয়ে থাকি। মূলত ফোনকে সুরক্ষিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেই মোবাইল কভারের দ্বারস্থ হই। বাজারে নানা ধরনের নানা মডেলের মোবাইল কভার পাওয়া যায়। কিন্তু আপনাদের যদি বলি এই মোবাইল কভার দিয়ে আপনারা আপনাদের ফোনটিকে সুরক্ষিত নয় বরং আরো বিপদে ফেলছেন! কি শুনে অবাক লাগছে তাইনা? এবার গবেষণায় বেরিয়ে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় মোবাইল ফোনের কভারের কারণেই মোবাইল অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়। শুধু মোবাইল নষ্ট হয়ে যায় তাই নয় মোবাইলের ব্যাটারি ফেটে মারাত্মক বিস্ফোরণ ঘটার মতন সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরাবলছেন মোবাইল ফোনে কভার লাগানো যেতে পারে ,,, তবে সে ক্ষেত্রে কোন কভারটি আপনার মোবাইল ফোনের জন্য নিরাপদ সেটা আপনাকে বুঝতে হবে। সব কভার সব মোবাইল ফোনের জন্য উপযুক্ত এবং নিরাপদ নয়।
তাহলে কিভাবে বুঝবেন কোন কভারটি আপনার ফোনের জন্য নিরাপদ?
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বাজারে নানা ধরনের কভার পাওয়া যায়। ১০০ থেকে ১৫০ টাকা দামের কভারও যেমন পাওয়া যায় তেমন ১ হাজার থেকে ৫ হাজার টাকা দামেরও কভার পাওয়া যায়। কভার নির্বাচনের ক্ষেত্রে সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনার ফোনের সাইজ এবং গঠন। ফোনের নির্দিষ্ট সাইজ অনুযায়ী বাতাস চলাচল করতে পারে এমন কভার সবসময় ইউজ করা উচিত। ফোনে আটোসাটো কভার ইউজ করলে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এরপরে বিশেষজ্ঞরা বলছেন বাজারে যে সমস্ত কম দামি কভার পাওয়া যায় সেগুলো মূলত চামড়ার তৈরি হয়ে থাকে। মেটারিয়ালস খুব একটা উন্নত থাকেনা। ফলস্বরূপ এই ধরনের কভারগুলো ব্যবহার করলে মোবাইলের ক্ষতি হয়। অল্প সময়ের মধ্যে মোবাইল গরম হয়ে গিয়ে ফেটে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তাই মোবাইল বিশেষজ্ঞরা বলছেন কভার যদি একান্ত ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে ভালো মানের ভালো দামের কভার বাছাই করতে হবে। বিশেষজ্ঞরা আরও একটি কথা জানিয়েছেন,,,, অত্যাধিক সময় মোবাইল ব্যবহার করলে কিংবা অনেকক্ষণ ধরে ফোনে কথা বললে সেক্ষেত্রে কভার খুলে রাখার পরামর্শ দিচ্ছেন। এতে করে মোবাইল এবং আপনি দুজনেই নিরাপদ থাকবেন।
Leave a Reply