জুনের পর এই ৩ রাশির উপর পড়বে শনির শুভদৃষ্টি! টাকা পয়সা খেলবে আপনাদের ভাগ্য
জুনের পর এই ৩ রাশির উপর
পড়বে শনির শুভদৃষ্টি!
টাকা পয়সা খেলবে
আপনাদের ভাগ্য!
সুখ সাগরে
হাবুডুবু খাবেন আপনারা!
দেখুন তালিকায় রয়েছে কিনা
আপনার রাশি
শনিদেবের নাম শুনলেই আমাদের অনেকেরই গলা শুকিয়ে যায়। তার কারণ আমাদের বেশিরভাগ মানুষের বিশ্বাস শনি দন্ডের দেবতা। শনিদেবের কাজই হল আমাদের দন্ড দেওয়া। কিন্তু বিশ্বাস করুন শনি দেব একেবারেই অমঙ্গল করার মতন দেবতা নন। শনি ঠাকুর হলেন কর্মের দেবতা। যারা ভালো কর্ম করেন শনিদেব তাদের কোলে করে রাখেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চলতি বছরের জুন মাসের পর শনিদেব নিজের গতিপথ পরিবর্তন করতে চলেছেন। যার ফলে জুন মাসের পর থেকে একসঙ্গে তিন তিনটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যস্থান উন্নত হতে চলেছে। এই তিনটি রাশির কপালে সোনা বৃষ্টি ঝরবে। দেখুন তালিকায় রয়েছে কোন তিনটি রাশি
তালিকার শুরুতেই রয়েছে মেষ রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চলতি বছর শনি কুম্ভ রাশিতে অনেকটা পিছিয়ে যাবে যার ফলে মেষ রাশির জাতক জাতিকারা সরাসরি সুফল পেতে আরম্ভ করবেন। আপনাদের ভাগ্য স্থানে শনির শুভদৃষ্টি বজায় থাকবে। আপনাদের কর্ম ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতি এবং মঙ্গল যোগ সাধিত হবে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বৃষ রাশি। আপনারা শনির আশীর্বাদের ফুলে-ফেঁপে উঠতেন। শনিদেব আপনাদের মাথায় করে রাখবে। আপনারা দীর্ঘ সময় ধরে মা লক্ষ্মী এবং নারায়ণের ধন বৃষ্টিতে সিক্ত হবেন। আপনাদের ভাগ্য স্থান মোটামুটি তুঙ্গেই থাকবে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বৃশ্চিক রাশি। আপনারা অনেকদিন ধরেই নানা রকম অসুখ-বিসুখে ভুগছিলেন এবার আপনাদের সুখে থাকার পালা। শনিদেব আপনাদের সাফল্যের পথ উন্মুক্ত করবেন। যারা কর্মজীবী রয়েছেন তারা আচমকা প্রমোশনের সুযোগ পেয়ে যাবেন।
Leave a Reply