জানেন? আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে মোট কত টাকা পেল কলকাতা?
জানেন?
আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে
মোট কত টাকা পেল কলকাতা?
কোহলি থেকে নারাইন, IPL এর
সেরা ১৮টি পুরস্কার জিতলেন কারা কারা?
কার পকেটে ঢুকল
কত রুপি?
জানুন খুঁটিনাটি
অবশেষে টানটান উত্তেজনা নিয়ে শেষ হলো আইপিএল। ২২ গজের ময়দানে,,,, সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে ভেঙে চুরমার করে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের মধ্য দিয়েই চেন্নাই এবং মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল হিসেবে নাম লেখালো কলকাতার নাইট রাইডার্স। এই নিয়ে আইপিএলের মাথায় বসলো তৃতীয় শিরোপা। এদিন আইপিএল এর ফাইনালে চেন্নাইয়ের স্টেডিয়ামে রীতিমতো বেগুনি আর লাল রঙের ঝড় উঠেছিল।
আইপিএলে জিত হাসিলের মধ্য দিয়ে কলকাতা নাইট রাইডার্স জিতেছে বেশ বড় অংকের প্রাইজ মানি। তথ্যসূত্রে জানা গিয়েছে আইপিএলে অংশ নেওয়া দশটি দলের জন্য মোট ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই টাকা দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। ফাইনালে বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্স এর হাতে তুলে দেওয়া হয়েছে কুড়ি কোটি টাকা। রানার সাব হিসেবে হায়দ্রাবাদ পেয়েছে ১২ কোটি টাকা। অন্যদিকে প্লে অফ খেলে রাজস্থান রয়েলস জিতে নিয়েছে সাত কোটি টাকা। ব্যাঙ্গালুরু পেয়েছে সাড়ে ছয় কোটি টাকা।
এখানেই শেষ নয় ফাইনাল ম্যাচ শেষে মোট ১৮ টি পুরস্কার বিতরণ করা হয়। এক ঝলকে দেখুন কারা কারা সেই পুরস্কার গুলো পেয়েছেন
সবার প্রথমেই রয়েছেন বিরাট কোহলি তিনি ৭৪১ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন।
অন্যদিকে পার্পল ক্যাপ জিতে নিয়েছেন পাঞ্জাবের হারশাল প্যাটেল। সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়ার দরুন তিনি এই জিত হাসিল করেছেন।
তথ্যসূত্রের খবর অর্জন করে বিরাট কোহলি এবং হারশাল প্যাটেল দুজনেই ১০ লক্ষ টাকা করে পেয়েছেন।
এখানেই শেষ নয়, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন সুনীল নারাইন। কলকাতার নাইট রাইডার্স এর এই দুর্ধর্ষ ক্রিকেট প্লেয়ারের ঝুলিতে ঢুকেছে ৪৮৮ বল এবং ১৭টি উইকেট নেওয়ার রেকর্ড। প্রাইজ মানি হিসেবে নারাইনের হাতে উঠেছে কুড়ি লক্ষ টাকা। মোটা অংকের পুরস্কারের তালিকায় রয়েছেন নীতিশ কুমার রেড্ডি। আইপিএল মরশুমে উদীয়মান খেলোয়াড় হিসেবে তিনি পেয়েছেন ১২ লক্ষ টাকা।
আইপিএল এর পুরস্কার বিতরণী অবশ্য,,,, এখানেই শেষ নয় আরো অনেক বিভাগে,,,, বিভিন্ন ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়েছে।
Leave a Reply