মহাফ্যাসাদে শেখ শাহজাহান! এবার আরও বড় বিপদ
সন্দেশখালির বেতাজ বাদশার সামনে
মহাফ্যাসাদে
শেখ শাহজাহান!
এবার আরও বড় বিপদ
সন্দেশখালির বেতাজ বাদশার সামনে!
পার্থ, জ্যোতিপ্রিয়দের
মতন দশা হবে!
মারাত্মক পদক্ষেপ
ইডির!
রাজ্য রাজনীতিতে বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন শেখ শাহজাহান। সন্দেশখালিতে ইডি পেটানো থেকে শুরু করে সন্দেশখালীর মা-বোনদের মান ইজ্জত লুট সবেতেই নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। শেখ শাহজাহানকে গ্রেফতারের পর থেকেই একের পর এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে। সন্দেশখালি গোটা ঘটনায় যে ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়,,,, তিনি এই শেখ শাহজাহান। সম্প্রতি এই শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথমবার চার্জশিট জমা দিতে চলেছেন কেন্দ্রীয় এজেন্সি। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে পার্থ এবং জ্যোতিপ্রিয় মল্লিকের চেয়েও বড়সড় পদক্ষেপ নিতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই,,,, ইডির তরফে আদালতে শেখ শাহাজানের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে। এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন সন্দেশখালীর এই বেতাজ বাদশা। শেখ শাহজাহানের নামে ইডির হাতে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শেখ শাহজাহানের নামে সন্দেশখালিতে জমি দখল থেকে শুরু করে সেখানকার নারীদের উপর লাঞ্ছনার অভিযোগ পাওয়া গিয়েছে। শেখ শাহজাহানের মোট ২৮৮ কোটি টাকার সন্ধান পেয়েছে ই ডি। বেশিরভাগ সম্পত্তি অবৈধ এবং অনৈতিকভাবে দখল করেছেন শেখ শাহজাহান। এছাড়াও শেখ শাহজাহানের বাজেয়াপ্ত সম্পত্তির সঙ্গে তার উপার্জনের অংকের কোনও প্রকার মিল খুঁজে পাইনি তদন্ত আধিকারিকেরা। এই সমস্ত কিছু চার্জ সিটে উল্লেখ থাকবে বলে তথ্য মারফত শোনা যাচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আগামী সপ্তাহেই বোঝা যাবে শেখ শাহজাহানের ভাগ্য রেখায় ঠিক কি ঘটতে চলেছে …..
Leave a Reply