কীভাবে এখনও বয়স ধরে রেখেছেন অভিনেত্রী মনামী ঘোষ? একটুও বদলায়নি চেহারা

কীভাবে এখনও বয়স ধরে রেখেছেন অভিনেত্রী মনামী ঘোষ? একটুও বদলায়নি চেহারা

কীভাবে এখনও বয়স ধরে রেখেছেন
অভিনেত্রী মনামী ঘোষ?

একটুও বদলায়নি
চেহারা!

যেমন ছিলেন,
তেমনি আছেন!

টান টান ত্বক,
উজ্জ্বল চেহারা!

নায়িকার বয়স জানলে
ভিমড়ি খাবেন!

বয়স তার বাড়ে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার বয়স কমে। আমাদের বয়স যেমন ১৬ থেকে ১৭ থেকে ১৮ হয়, কিন্তু এই মানুষটির বয়স ১৬ থেকে ১৫ থেকে ১৪! কিভাবে যে বয়সকে থামিয়ে রেখেছেন সেটা একমাত্র তিনিই জানেন! কথা হচ্ছে অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে। যার টোনড ফিগার, মেদহীন বডি, উজ্জ্বল ত্বক দেখলে ঈর্ষা হবে যে কারোরই। দেখলে বুঝতেই পারবেন না এই অভিনেত্রীর আসল বয়স কত!! আজ থেকে ১৮ বছর আগে তিনি যেমনটা ছিলেন ১৮ বছর পর ঠিক তেমনি রয়েছেন উল্টে তার রূপ রস সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে, কমে নি।

একসময় ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছিলেন এর অভিনেত্রী। বর্তমানে ধারাবাহিকে দেখা না গেলেও নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা যায় মনামীকে। তবে এই অভিনেত্রী যেখানেই যান সেখানেই সকলের আকর্ষণ কেড়ে নেন। মনামীকে দেখলে বিন্দুমাত্র বোঝা যায় না তিনি ৪০ এর দোরগোড়ায় পা দিয়েছেন। কিভাবে এখনো এত উজ্জ্বল এবং সাবলীল? যেখানে বয়স ৪০ হলেই মেয়েদের শরীর ভেঙ্গে যায় রূপ সৌন্দর্য উধাও হয়ে যায় সেখানে মনামী ঘোষের সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে। মনামির সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে তাকে নিয়মিত দেখা যায় যোগাসন এবং জিম করবে। অভিনেত্রী শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন। প্রতিদিন নিয়মিত ইয়োগা থেকে শুরু কর সকালের মর্নিং ওয়ার্ক, এই সমস্ত কিছুতে বেশ মনযোগী তিনি। এখানেই শেষ নয়।

শরীর চর্চার পাশাপাশি তিনি ডায়েটেও কড়া বা নিরাপত্তা রাখেন। অল্প পরিমাণে খান এবং বেশি পরিমাণে এক্সারসাইজ করেন। মনামির খাদ্য তালিকায় শাকসবজি এবং স্বাস্থ্যকর খাবার সবথেকে বেশি প্রাধান্য পায়। এসবের পাশাপাশি তিনি মন ভালো রাখার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সচেতন। মানসিক সুস্থ তাকে বজায় রাখার জন্য তিনি মাঝে মাঝে বেরিয়ে পড়েন ভ্রমণে। মনামীকে বহুবার সোলোট্রিপেও দেখা গিয়েছে। মোনামীকে তার রূপের রহস্য জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বরাবর শৃঙ্খলাবদ্ধ জীবনের কথা বলেছেন। আর এই অভিনেত্রীকে দেখাও যায় শৃঙ্খলাবদ্ধ জীবনে বসবাস করতে। তাহলে বুঝতেই পারছেন যদি আপনিও মনা মেয়ের মতন সুন্দর এবং বয়স ধরে রাখতে চান তাহলে আপনাকেও হতে হবে শৃংখলবদ্ধ জীবনের অধিকারী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *