মাত্র ৮৭ টাকা থেকে হবে ১১ লাখ! এভাবে জমালেই হবেন কোটিপতি, পথ দেখাচ্ছে LIC
মাত্র ৮৭ টাকা থেকে হবে
১১ লাখ!
এভাবে জমালেই
হবেন কোটিপতি!
কিচ্ছু না
একদম সহজ!
পথ দেখাচ্ছে
LIC!
দেখুন
কথায় বলে টাকা যদি সঠিকভাবে জমানো যায় তাহলে টাকা বাড়ে। সঠিকভাবে টাকা জমাতে পারাটা একটা কৌশল। যারা পয়সাওয়ালা হওয়ার স্বপ্ন দেখেন তারা এই কৌশলটা বেশ ভালোভাবেই জানেন। আজকের প্রতিবেদনে আপনাদের একটি দুর্দান্ত পলিসি সম্পর্কে জানাবো। যারা গ্রাহকদের পথ দেখাচ্ছে কিভাবে নিরাপদে এবং সুরক্ষিত উপায়ে নিজের সঞ্চিত অর্থকে বাড়ানো যায়। চলুন এই পলিসিটি সম্পর্কে জেনে নিই।
প্রথমেই জানাই এই পলিসিটি নিয়ে এসেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ যাকে আমরা এলআইসি নামে চিনি। আর আপনারা জানেন এলআইসি অত্যন্ত ভরসাযোগ্য একটি ইন্সুরেন্স কোম্পানি। গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষ এই সংস্থায় বিনিয়োগ করছেন। শুধু বিনিয়োগই নয় সেই সঙ্গে ভালো মানের রিটার্নও পাচ্ছেন। গ্রাহকদের কথা ভেবে বিশ্বাসযোগ্য এই ইন্সুরেন্স কোম্পানি একটি দুর্দান্ত পলিসি নিয়ে এসেছে। এলআইসি আধার শিলা পলিসি। এই পলিসিটি বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই পলিসির আন্ডারে আপনারা সঞ্চয় এবং বীমা কভারেজ দুই রকমেরই পরিষেবা পেয়ে যাবেন খুব সহজে এবং নিরাপদে। সেই সাথে এই পলিসিতে থাকছে লোন নেওয়ার ফাটাফাটি সুবিধা।
কেমন হবে এই পলিসি?
এলআইসি তরফে জানানো হয়েছে এই পলিসিতে টাকা রাখলে আপনি বেশ ভালো অংকের মুনাফা সমেত সেই টাকা ফেরত পাবেন। এলআইসি আধার শিলা পলিসিতে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সাম এসিউরড পাওয়া যাবে। এল আই সি’র তরফে আরও জানানো হয়েছে এই পলিসিতে যদি গ্রাহক রোজ ৮৭ টাকা করে অর্থাৎ বছরে ৩১ হাজার ৭৫৫ টাকা জমা করেন তাহলে তারা ১০ বছর পর বিনিয়োগকারীর জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ লক্ষ ১৭ হাজার ৫ শ ৫০ টাকা।
এই পলিসির জন্য কি কি যোগ্যতা লাগবে?
৮ বছর থেকে 55 বছর বয়সী যে কোনও মহিলা এই পলিসি করতে পারবেন। এই পলিসির মেয়াদকাল সর্বনিম্ন দশ বছর এবং সর্বোচ্চ কুড়ি বছর। এই পলিসিটির সর্বোচ্চ ম্যাচুরিটির সময়সীমা ৭০ বছর। এলআইসি থেকে জানানো হয়েছে এই পলিসিতে বিনিয়োগ করলে গ্রাহকদের লাভ হবে ক্ষতি নয়। তাই যারা পলিসি মেকিং করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই একবার এই পলিসিটি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।
Leave a Reply