কলকাতাতেই আছড়ে পড়তে চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়!

Title: কলকাতাতেই আছড়ে পড়তে চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়! ইয়াস, আমফানের মতোই ধ্বংস হবে বাংলা! জানিয়ে দিল হাওয়া অফিস

Focus:

কলকাতাতেই আছড়ে পড়তে
চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরের উপর তৈরি
হয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত!

ক্রমশ চোখ রাঙ্গাচ্ছে বাংলাকে!

ইয়াস, আমফানের মতোই
ধ্বংস হবে আবারো,

কি দশা হবে পশ্চিমবঙ্গবাসীদের?

সুপার সাইক্লোন রেমালের
দামাল থেকে বাঁচা যাবে তো?

উপকূল জেলায় জেলায় সতর্কতা জারি
২৪ ঘণ্টা নজরে প্রত্যেকটি জেলা!

কি বলছে হাওয়া অফিস?
দেখুন

Body:

ইতিমধ্যে সকলের কাছে পৌঁছে গিয়েছে রেমালের আপডেট। বিগত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা যায়। তবে কোথায় কখন আছড়ে পড়বে সেই নিয়ে সন্দিহান দশায় ভুগতে দেখা যায় আবহাওয়াবিদদের। অন্যদিকে ঘূর্ণিঝড়ের আগেই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এবার রেমাল নিয়ে ভয়াবহ আপডেট জারি করল হাওয়া অফিস। রেমালের গতিমুখ কলকাতায় হতে পারে বলে আশঙ্কা করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আর যদি হাওয়াবিদদের বাণী সত্য হয় তাহলে আরো একবার ইয়াস, আম্ফানের তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি ঘটবে কলকাতাতেই।

বিগত কয়েক দিন ধরে আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরের উপর ২৪ ঘন্টা নজরদারি রেখেছেন। আপনাদের আগেই জানানো হয় ২২শে মে বুধবার বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর সেই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে পরিণত হয় তাহলেই সর্বনাশ। এবার সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল। আলিপুর আবহাওয়া অফিসের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক আবহাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যে সুপার সাইক্লোন তৈরি হবার অনুকূল পরিবেশ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। এমনকি আবহাওয়ার পূর্বাভাসের একাধিক মডেল গণনা করে দাবি করা হয়, সাইক্লোন রেমাল সরাসরি আছড়ে পড়তে পারে কলকাতার বুকে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার অর্থাৎ ২৪শে মে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৫শে মে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এরপর রবিবার রেমাল ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে কলকাতার বুকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে আমফানের পথ অনুসরণ করেই নাকি এগিয়ে আসছে এই সাইক্লোন। কলকাতাতে আছে পড়লে, সবচেয়ে বেশি ভয় উপকূলীয় এলাকাগুলিতে। পূর্ব মেদিনীপুর,সুন্দরবন এই দুই এলাকাতেই ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কারণ রবিবার সন্ধ্যের পর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সাগর থেকে ভূ-ভাগে প্রবেশ করবে। আর এই গতি পথ যদি পরিবর্তন না হয় তাহলে কলকাতাতেও এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবার ২৫শে মে রয়েছে লোকসভা ভোট। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরের লোকসভা কেন্দ্রসহ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল,ঝাড়গ্রাম,পুরুলিয়া বাঁকুড়ায় ভোট বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আমফানের মত এত শক্তিশালী না হলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ ভালই ক্ষয়ক্ষতি হতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকেই আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। তবে কলকাতাতেই যে রেমাল আছড়ে পড়বে এমনটাও না হতে পারে, এটা এখন আশঙ্কা মাত্র। রেমালের গতিমুখ স্পষ্ট হবে ২৪ তারিখ রাতে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *