কে এই কাকা? চিনতে পারছেন? যিনি হিরণকে দিলেন বাংলা পাঠ, এখন দেবের সাথে সেলফি
কে এই কাকা? ( ছবিটা দেখিও )
চিনতে পারছেন?
যিনি হিরণকে দিয়েছিলেন
বাংলা ভাষার পাঠ!
এখন আবার
সেলফি তুললেন দেবের সাথে!
অভিনেতা দেব নাকি
এই কাকার জাবড়া ফ্যান!
কি নাম এই কাকার?
আপনাদের মনে আছে ২০২০ সালের সেই চা-কাকুর কথা? যিনি লক ডাউনের সময় একটি কথা বলে বেশ ভাইরাল হয়ে গিয়েছিলেন সামাজিক মাধ্যমে। চা কাকুর কথাটি ছিল __ আমরা কি চা খাব না? খাব না আমরা চা?। এবার সেই চা কাকুর মতন আরেক কাকুর জন্ম হলো। তবে এই কাকুর জন্ম হলো ২০২৪ এর ভোট লগ্নে। এই কাকু তো এখন ভাইরাল হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বাংলা ভাষা শিখিয়ে।
ঘটনার সূত্রপাত হয়েছে কেশপুরের বিশ্বনাথপুর এলাকায় হিরণের জনসংযোগ কর্মসূচীতে। সেখানে কথা প্রসঙ্গে, পদ্ম প্রার্থী হিরণ বলেন,
‘আমি জানি না কোন ভাষায় বলব, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি!’
এদিকে হিরনের মুখে এমন কথা শুনে কাকা বলে ওঠেন, ‘বাংলা কথাই বলো না!’
ব্যাস এই কথা বলার পর কাকা আর যাই কোথায়? ঝড়ের গতিতে ভাইরাল কাকার সেই ক্লিপিংস। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কাকার বলা সেই কথা –
বাংলা কথাই বলো না
তবে এই কাকা যে অনেক বড় মাপের খিলাড়ি। হিরনের পর সম্প্রতি দেবের সঙ্গে দেখা গেল সেই কাকাকে। কাকার সঙ্গে দেবের সেলফি এবং ভিডিও দুটোই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। কাকার সঙ্গে ছবি তুলে দেব নিজেই তার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেছেন __
সবাই আমার ফ্যান আমি কাকার ফ্যান
ভাইরাল এই কাকার নাম হপনম মান্ডি। বাড়ি তার বিশ্বনাথপুরে। নিতান্তই ছাপোষা একজন মানুষ। পেশায় দিনমজুর। দিনে আনে দিনে খায়। রাজনৈতিক নেতৃবৃন্দ দেব এবং হিরনের সাথে ছবি তুললেও বাস্তবে তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এ মানুষটির চোখে মুখে ধরা পড়ে সারল্য। সেদিন হিরনের মুখে রাজনৈতিক বিশ্লেষণগুলো তিনি বুঝতে পারছিলেন না।।তাই আগু পিছু না ভেবে, সোজা সাপ্টা ভাবে বাংলায় কথা বলার কথা বলে ফেলেন তিনি। যা এখন নেট দুনিয়ার হাসির খোরাক।
এই কাকার কাছে জানতে চাওয়া হয় প্রথমে হিরণ তারপর দেব, একের পর এক বড় বড় ব্যক্তিত্বদের সাথে দেখা করে তার কেমন অনুভূতি হচ্ছে? উত্তরে একেবারে সারল্য মাখা গলায় বলেন _
এখন গরম ছাড়া আর কি লাগবে?
তবে পরিশেষে বলতেই হয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কালীঘাটের কাকুদের মতন দুর্নীতিগ্রস্থ কাকুর চেয়েও, হপনম মান্ডিদের সহজ সরল কাকুরা অনেক ভালো। তারা অন্তত সমাজের ক্ষতি করে না!
Leave a Reply