ফ্রিজ ছাড়াই জল হবে বরফের মত কনকনে ঠান্ডা!

Title: ফ্রিজ ছাড়াই জল হবে বরফের মত কনকনে ঠান্ডা! এই একটি টিপসই জল হয়ে যাবে ঠান্ডা শীতল!

Focus:

ফ্রিজ ছাড়াই জল হবে
বরফের মত কনকনে ঠান্ডা!

পান করলেই ঠান্ডায়
দাঁত কিড়মিড় করে উঠবে!

৪০ ডিগ্রি গরমেও আপনি
বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠান্ডা ঠান্ডা জল!

তার জন্য মানতে হবে
এই একটি ম্যাজিক টিপস!

দেখুন
কি সেই টিপস

Body:

এই মুহুর্তে গরমের চটে বঙ্গবাসীদের করুণ অবস্থা। বাইরে থেকে ঘরে ফিরলেই প্রয়োজন ঠান্ডা জলের। এই গরম থেকে বাঁচতে হলে একমাত্র ভরসা ফ্রিজের জল। । তবে কলকাতার প্রতি ঘরে ঘরে ফ্রিজ থাকলেও। এখনো গ্রাম বাংলার অধিকাংশ মানুষের বাড়িতেই ফ্রিজ নেই। আবার কলকাতায় লোডশেডিংয়ের ভয়। যার ফলে গরমকালে ঠান্ডা জল পাওয়া দুষ্কর। কিন্তু চাপ নেবেন না বস! এবার চাইলে আপনারাও বাড়িতেই বরফের মত কনকনে ঠান্ডা জল খেতে পারেন। ঠান্ডা জল দিয়ে লেবুর শরবত থেকে শুরু করে ঘোল সবই বানাতে পারবেন। না লাগবে ফ্রিজ আর না পুড়বে ইলেকট্রিসিটি।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও দেদার ভাইরাল হয়েছে। ভিডিওটি করেছে একজন গ্রামের মহিলা। গ্রামের এই মহিলা নিত্যনতুন ভিডিও পোস্ট করে এবং তাঁর বাচনভঙ্গি ও সরলতার জোরে সমাজ মাধ্যমে বেশ নাম কামিয়েছেন। কন্টেন্ট ক্রিয়েটর দিব্যা সিনহাই কিভাবে বিনা ফ্রিজে জল ঠান্ডা রাখা যায় সেই উপায় জানিয়েছেন।

তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তাকে বলতে দেখা যায় জল ঠান্ডা রাখার জন্য প্রয়োজন একটি বোতল এবং একটি ভেজা কাপড়। এরপর ওই বোতলটির মধ্যে জল ভরে ভালো করে ঢাকনা লাগিয়ে তার উপর ওই ভেজাকাপড় টাকে জড়িয়ে দিতে হবে। এ কাজ হয়ে যাবার পর ওই বোতলটিকে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। দিব্যার মতে, গাছের সাথে জলে ভরা বোতল ঝুলিয়ে রাখলে, ভেজা কাপড় বাতাস টানতে থাকে। পরিবেশ থেকে ঠান্ডা বাতাস এই সরাসরি বোতলে এসে পড়ে। এর ফলে খুব সহজেই, জল ঠান্ডা হয়ে যায়। তিনি আরো জানান এই দারুণ উপায়টি তার ভাই তাকে শিখিয়েছেন। এমনিতেই গ্রামের লোকেরা বুদ্ধিমান হয়। এর ফলে এরকম অনেক বুদ্ধি তাদের মাথায় আসে। পোস্টটি শেয়ার করে নিচে তিনি লিখেছেন, দেশি ফ্রিজ ইন বোটল, গাঁও কি দেশি তারিকা। এই ভিডিওটি পোস্ট করতেই অনেকেই দিব্যার বুদ্ধি দেখে প্রশংসা করেছেন।

তবে জানিয়ে রাখি দিব্যা নামের যে মহিলাটি এই ভিডিওটি পোস্ট করেছেন তার পিছনে অবশ্য বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আসলে খোলা বাতাসে জলের বোতল ভেজা কাপড় দিয়ে রেখে দিলে তা বাষ্পীভূত হতে শুরু করে। আমরা সকলেই জানি জল বাষ্পে পরিণত হতে গেলে লীনতাপের প্রয়োজন পড়ে। ভেজা কাপড়টি ক্রমাগত লীন তাপ শোষণ করতে থাকে। আর এই লীনতাপের ফলে বোতলের জলকে ঠান্ডা হয়ে যায়। আপনিও চাইলে এই সহজ টিপসটি প্রয়োগ করতে পারেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *