শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও চৌকষ রামপ্রসাদের ঘরণী!

Title:

শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও চৌকষ রামপ্রসাদের ঘরণী! হাতেগোনা কয়েক ঘন্টা পড়েই মাধ্যমিকে পেলেন এত নম্বর

Focus:

শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও
চৌকষ রামপ্রসাদের ঘরণী!

সারাদিন শ্যুটিং করেও পড়াশোনায়
বিন্দুমাত্র আঁচড় কাটতে দেননি!

হাতেগোনা কয়েক ঘন্টা পড়েই মাধ্যমিকে
করেছেন দারুণ ফল!

এনেছেন ঝুড়ি ঝুড়ি নম্বর!
কত নম্বর পেলেন অভিনেত্রী?

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কিভাবে
পড়াশোনা করতেন তিনি?

দেখুন

Body:

সুস্মিলি আচার্য, বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। যদিও তিনি এখন রামপ্রসাদের ঘরণী হিসেবেই বেশি পরিচিত। মাত্র ১৬ বছর বয়সেই অত্যন্ত দক্ষতার সাথে বাংলার মানুষের মন ছুঁয়েছেন। সত্যবতী সিরিয়ালে প্রথম কাজ করে সবার নজরে আসেন তিনি। এরপর তাঁর ভাগ্য বদলে দেয় সৌদামিনীর সংসার। মাত্র কয়েকদিনের মধ্যেই সকলের কাছে হয়ে ওঠেন প্রিয় খুদে নায়িকা । এরপর রামপ্রসাদের স্ত্রী হিসেবে তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায়। ১০ বছরের অভিনয় জীবনে নিজেকে একজন পটু অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন। হ্যাঁ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোন কথা হবে না। তবে পড়াশোনাতে তিনি ঠিক কতটা দক্ষ সেটাই এখন দেখার বিষয়। জানা গিয়েছে সুস্মিতা শুধু টেলিভিশনের পর্দায় কাঁপায় তা না। সেইসাথে হাতে কলম ধরেও পরীক্ষার খাতাতেও ঝড় তোলেন। সদ্য মাধ্যমিক দিয়েছেন তিনি এবং পরীক্ষার ফলও করেছেন দারুণ। অভিনয় তাঁর শিক্ষাজীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি।

সদ্যই প্রকাশ হয়েছে ২০২৪-এর মাধ্যমিকের ফলাফল। এই বছরের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। গরফা আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী এই অভিনেত্রী। আর সাধারণ পাঁচটা ছাত্রছাত্রীর মতো তাঁর মনেও এই নিয়ে ভয় কাজ করছিল। ভয় করাটাই স্বাভাবিক। কারণ তিনি দিনের বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকেন শুটিং নিয়ে। এর ফলে কোথাও না কোথাও গিয়ে সুস্মিলির পড়াশোনায় একটু কম সময় দেওয়া হয়। কিন্তু অভিনেত্রী সর্বদা চেষ্টা করেন অভিনয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করার। ফল প্রকাশের পর জানা যায় তিনি ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেছেন। তবে নিজের নম্বরে বিন্দুমাত্র সন্তুষ্ট নন রামপ্রসাদের নায়িকা। অভিনেত্রী আশা করেছিলেন ৬০% এরও বেশি নম্বর আসবে। কিন্তু সুস্মিলি খুশি না হলেও তাঁর মা যথেষ্ট খুশি। কারণ তিনি নিজের চোখে দেখেছেন মেয়ে কিভাবে অভিনয়ের পাশাপাশি পড়া চালিয়ে গেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, মেয়ের রেজাল্ট দেখে খুব খুশি হয়েছেন। ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করেও তাঁর মেয়ে পড়াশোনা চালিয়ে গেছে। এটা কি কম কথা! যা পেয়েছে অনেক পেয়েছে। এখানেই শেষ নয়, অভিনেত্রী আগামী দিনে কলা বিভাগে ভর্তি হবেন বলেও জানা গিয়েছে। এরপর নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করবেন ইংরেজির ওপর। তিনি ঠিক কিভাবে পড়াশোনা করতেন সেই বিষয়েও জানা যায়। বিশিষ্ট গণমাধ্যম সূত্রে খবর, সকলে প্রিয় সৌদামিনী শুটিংয়ের মাঝে ব্রেক পেলেই বইখাতা নিয়ে বসে পড়তেন। এমনকি অনেক সময় স্ক্রিপ্ট পড়ার ফাঁকে ফাঁকেও তিনি পড়াশোনা চালিয়ে যান। নিজের অবসর সময়টুকু পড়াশোনার প্রতিই দিয়ে থাকেন। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগেও এমনভাবেই পড়া চলছিল তাঁর। অভিনেত্রীর ব্যাগে সবসময় পাঠ্যবই থাকবেই থাকবে। আগামী দিনগুলোতেও তিনি এভাবেই পড়া চালিয়ে যাবেন এমনটাই জানান অভিনেত্রী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *