বেজে গিয়েছে বৃষ্টির ঘন্টা! গরম হবে টাটা বাই বাই! চুলোয় যাবে তাপপ্রবাহ,

Title বেজে গিয়েছে বৃষ্টির ঘন্টা! গরম হবে টাটা বাই বাই! চুলোয় যাবে তাপপ্রবাহ,

Focus:

বেজে গিয়েছে বৃষ্টির ঘন্টা!
খুলে গিয়েছে বর্ষার সিংহদুয়ার!

গরমকে এবার ধাক্কা মেরে
আউট করবে ঝোড়ো ইনিংস!

খুব শীঘ্রই তাপপ্রবাহ
থেকে মুক্তি পেতে চলছে বঙ্গবাসী!

ঝমঝমিয়ে নামবে বৃষ্টি,
ভিজবে মাটি,
জুড়াবে পরান!

বৃষ্টির দাপটে ভাসবে
কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলা !

কোন কোন জেলায়?
কবে থেকে বৃষ্টি?
দেখুন

Body:

চলতি সপ্তাহে গরমের তেজে বঙ্গবাসীদের মধ্যে হাঁসফাঁস শুরু হয়েছে। রাস্তায় বেরোলেই টের পাওয়া যাচ্ছে সূর্যের তেজ। তবে গত সপ্তাহে বৃষ্টির স্নানে সিক্ত হয়েছে গোটা বঙ্গবাসি। ফলত আবহাওয়া বেশ ঠান্ডা মেজাজেই ছিল বলা যায়। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গরমের মেজাজ তুঙ্গে উঠেছে। দক্ষিণবঙ্গ সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি ক্রমাগত বেড়েই চলেছে। এই গরম যেন দিনের পর দিন অসহনীয় হয়ে উঠছে। দিনের বেলাতে আইঢাই অবস্থা এবং রাতের বেলাতেও ঘুম কেড়েছে সকলের। তবে এই গরমের মাঝে সুখবর শোনালো হাওয়া অফিস। আর নাকি বেশিদিন সইতে হবে না এই দহনজ্বালা। এমনিতেই সময়ের আগে ভারতে প্রবেশ করেছে বর্ষা। আর এই উপরি পাওনা পাবে পশ্চিমবঙ্গবাসীরাও। তথ্য অনুসারে, আগামী সপ্তাহতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।

সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তরের হাতে এসেছে আবহাওয়ার নয়া আপডেট । আর এই আপডেট অনুযায়ী, আগামী ১৯শে মে থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত গরমের তীব্র যন্ত্রণা সহ্য করতে হবে গোটা বাংলাকে। বৃহস্পতিবার বাইরে তাপমাত্রা ৩৫ ডিগ্রিও পার করতে পারে। দিনের বেলা এবং রাতের বেলাতেও অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। একটু বেলা বাড়লেই গরমের টের পাবেন বঙ্গবাসীরা। এমনকি শুক্রবারও আবহাওয়ার কোন পরিবর্তন দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অবস্থা শুষ্কই থাকছে। কিন্তু রবিবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। সকালের দিকে আকাশ ঝলমলে থাকলেও বিকেলের দিকেই ঘনিয়ে আসতে পারে কালো মেঘের ছায়া। অর্থাৎ ১৮ই মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তবে ১৯ মে এই বৃষ্টির দাপট বাড়তে পারেন। এদিন মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০ মে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয় সেই সাথে দোসর হিসেবে থাকছে বজ্রপাতও। তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হলেও তিলোত্তমায় বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৯শে মে থেকে ২১শে মে অব্দি কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের কোন পরিবর্তন দেখছে না হাওয়া অফিস।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *